Home খবর ভারভারা, সাইবাবাদের মুক্তির দাবিতে দুনিয়া জুড়ে প্রতিবাদ, বিস্তারিত রিপোর্ট ও ছবি
0

ভারভারা, সাইবাবাদের মুক্তির দাবিতে দুনিয়া জুড়ে প্রতিবাদ, বিস্তারিত রিপোর্ট ও ছবি

ভারভারা, সাইবাবাদের মুক্তির দাবিতে দুনিয়া জুড়ে প্রতিবাদ, বিস্তারিত রিপোর্ট ও ছবি
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: গত ২৮ জুলাই  ‘ইন্টারন্যাশনাল কমিটি ইন সাপোর্ট ফর পিপলস ওয়ার ইন ইন্ডিয়া’র তরফে দুনিয়া জুড়ে ভারাভারা রাও, জিএন সাইবাবা সহ ভারতের সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে কর্মসূচি নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রান্তে সাম্রাজ্যবাদ বিরোধী ও বিপ্লবী শক্তিগুলি সরব হয়।এর আগে এ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন আমরা প্রকাশ করেছিলাম। বর্তমানে আমাদের কাছে আরও নানা জায়গার তথ্য ও ছবি এসেছে।

ভিভি, সাইবাবা সহ ১২ জন শিল্পী, সাহিত্যিক বুদ্ধিজীবীকে ভুয়ো  ভিমা কোরেগাঁও মামলায় বন্দি করে রেখেছে ভারত সরকার।

ব্রাজিল

ব্রাজিলের পপুলার উইমেন্স মুভমেন্ট (এমএফপি) ভারভারা রাও, জি এন এন সাইবাবা, গঞ্জালো  এবং সমস্ত রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তির দাবিতে কর্মসূচি পালন করে। প্রতিবাদ সভার আয়োজন করে  দরিদ্র ও ভূমিহীন কৃষক লিগ (এলসিপি)।

ইকুয়েডর

ইকুয়েডরের বিপ্লবী দল (এফডিএলপি-ইসি) কর্মসূচির সমর্থনে একটি পোস্টার প্রকাশ করেছে।

মেক্সিকো

মেক্সিকোর সোল রোজো(লাল সূর্য) সংগঠনের পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশিত হয়। তাতে ছিল ভিভি, সাইবাবা ও তুরস্কের এক প্রবীণ রাজনৈতিক বন্দির ছবি।

মার্কিন যুক্তরাষ্ট্র

অস্টিন, টেক্সাসে ভারতের রাজনৈতিক বন্দিদের সংহতি জানিয়ে দেওয়াল লিখন করা হয়।

জার্মানি

জার্মানিতে ভারতের রাজনৈতিক বন্দিমুক্তির পাশাপাশি তুরস্কের বিল্পবী টিকেপি(এমএল)-এর কর্মীদের বিরুদ্ধে জার্মান রাষ্ট্রের দমনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে সেখানকার বিপ্লবীরা।

 

ইতালি

ভারাভারাদের মুক্তির দাবিতে ইতালিতে নানা উদ্যোগ নেওয়া হয়। কারখানা অঞ্চল এবং অন্যান্য জায়গায় পোস্টার লাগানো হয়।

ফ্রান্স

বিপ্লবী ছাত্র সংগঠন Jeunnes revolutionnaires ভারত, বাংলাদেশ, নেপাল এবং কানাডার ছাত্র সংগঠনদের সাথে একটি ওয়েবিনার আয়োজন করে।

গ্যালিসিয়া

স্পেনের গ্যালিসিয়া প্রদেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।ভিভি-দের মুক্তির দাবি ছাড়াও সেখানকার বিপ্লবী জো্সে পোর্তেলাকে স্মরণ করেও কর্মসূচি নেওয়া হয়েছিল।

বার্সেলোনা

স্পেনের কাতালোনিয়া প্রদেশে এইদিন ভারভারা রাও এবং সাইবাবার মুক্তির দাবিতে  দেওয়াল লিখন করা হয়।

অস্ট্রিয়া

ভিয়েনা, লিনজ ও গ্রাজের শ্রমিক প্রধান জেলায় ভারভারা রাও, জি এন সাঁইবাবা এবং ভারতের সমস্ত রাজনৈতিক বন্দির সমর্থনে গ্রাফিত্তি আঁকা হয়। এছাড়া বেশ কিছু জায়গায় বিক্ষোভও দেখানো হয়।

 

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *