পিপলস ম্যাগাজিন ডেস্ক: ইজরায়েলের কর্তারা চেষ্টা করেছিলেন, যাতে না হয়। পাশ্চাত্য দুনিয়ার সরকারগুলিকে সতর্কও করেছিলেন তারা। কিন্তু শেষরক্ষা হল না। ‘ডেজ অফ রেজিস্ট্যান্স ফর প্যালেস্তাইন’ পালিত হল ৭-৯ আগস্ট। দুনিয়া জুড়ে হাজার হাজার মানুষ, প্রায় ১০০ সংগঠন মিছিলে, আলোচনায়, গানে, ছবিতে, পোস্টারে, ব্যানারে প্যালেস্তাইনের ওপর ইজরায়েলের হানাদারি, সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে ও প্যালেস্তাইনের মুক্ত ও স্বাধীনতার পক্ষে সরব হলেন। তিনদিনের প্রতিরোধের এক সংক্ষিপ্ত প্রতিবেদন। প্রথমে তৌলুসের কালেকটিভ প্যালেস্তাইন ভেইক্রার তৈরি একটি ভিডিও।
প্রতিরোধ দিবস উদ্যাপন ৭ তারিখ শুরু হলেও তার আগের দিন ৬ আগস্ট লন্ডনে ইজরায়েলি অস্ত্র সংস্থা এলবেইটের দফতরে ঢুকে ব্যানার-পোস্টার লাগিয়ে দেয় প্যালেস্তাইনি রাজনৈতিক কর্মীরা।
Direct action at the offices of Israeli arms company Elbit in London for the 2nd time — we will continue to escalate until we #ShutElbitDown pic.twitter.com/JZIkgADmVn
— Palestine Action (@Pal_action) August 6, 2020
৭ আগস্ট থেকে শুরু হয় পথের কর্মসূচি। ডেনমার্কের কোপেনহেগেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রিদে প্যালেস্তাইনি মহিলাদের সংগঠন আলকারামা মিছিলের আয়োজন করে।
সেখানে উঠে আসে রাজনৈতিক বন্দিদের মুক্তি ও দুনিয়ার নানা প্রান্ত থেকে প্যালেস্তাইনি ঘরছাড়াদের দেশে ফেরার দাবি।
❤ Manifestación ayer en #Madrid exigiendo la libertad inmediata d todas las presas palestinas #FreePalestine #BDS
? #Palestina #Palestine resiste q nadie te conquiste
? Libertad #GeorgesIbrahimAbdallah #FreeGeorgesAbdallah #Beirut #Mapuche? #DaysOfResistance Puerta del Sol pic.twitter.com/0G9GNbSN2b— ESLA Eko (@EKO_Carabanchel) August 8, 2020
আমেরিকার নিউইয়র্ক ও লাসভেগাসে আয়োজিত হয় মিছিল। তাতে যোগ দেন বহু স্থানীয় মানুষও।
৮ আগস্ট বার্কলে, বোস্টন, ডিয়ারবর্ন, ক্যালিফোর্নিয়ার বহু এলাকায় মিছিল, মিটিং আয়োজিত হয়। ব্ল্যাক লিবারেশন মুভমেন্ট ও প্যালেস্তাইনিদের আন্দোলন মিলেমিশে যায়।
অন্যদিকে কানাডার ভ্যাঙ্কুভার, মন্ট্রিলের সভায় প্যালেস্তাইনের লড়াইয়ের পাশাপাশি উঠে আসে কাশ্মীর, ফিলিপিনসের লড়াইয়ের কথা। কলোম্বিয়ার মানুষের গণতন্ত্র হরণের প্রসঙ্গ। ভ্যাঙ্কুভারের মিছিল বিভিন্ন মদ ও ওষুধের দোকানগুলিতে পৌঁছে ইজরায়েলি সংস্থার তৈরি পণ্য বিক্রিতে বাধা দেয়। কারণ ওই সংস্থাগুলির কারখানা রয়েছে প্যালেস্তাইনের দখল করা জমিতে। বিক্ষোভ দেখানো হয় ফ্রান্সের তৌলুস এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড, সুইডেনের গোথেনবার্গেও।
নানা কর্মসূচি নেওয়া হয় লন্ডন, লিভারপুল, গ্লাসগোর মতো শহরগুলিতে।
Some of our supporters out today in a busy #Brighton city centre for the global #DaysOfResistance pic.twitter.com/UUDGlrIrcz
— Brighton PSC (@BrightonPSC) August 8, 2020
৯ আগস্ট আমেরিকা, কানাডার বিভিন্ন শহরে মিছিলের পাশাপাশি পালিত হয় সাংস্কৃতিক কর্মসূচি। নেদারল্যান্ডের আমস্টারডামেও দেখানো হয় বিক্ষোভ।
এছাড়া এই তিনদিনই দুনিয়া জুড়ে বহু অনলাইন ইভেন্টও অনুষ্ঠিত হয়।