ভারাভারা, কাফিল খান সহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে আসানসোলে প্রতিবাদ সভা
পিপলস ম্যাগাজিন ডেস্ক: বিভিন্ন ভুয়ো মামলায় জড়িয়ে দেশের বিভিন্ন প্রতিবাদী বুদ্ধিজীবীকে বন্দি করে রেখেছে মোদি সরকার। করোনা অতিমারি পরিস্থিতিতেও বয়স্ক রাজনৈতিক বন্দিদের জামিন দেয়নি। জেলের অস্বাস্থ্যকর পরিবেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ভারাভারা রাও, অখিল গগৈ, অমিতাভ বাগচির মতো রাজনৈতিক বন্দিরা। এমনকি ৯০% বিকলাঙ্গ অধ্যাপক জিএন সাইবাবাকেও জামিন দেওয়া হচ্ছে না। অন্যদিকে এ রাজ্যের জেলগুলিতেও রয়েছেন প্রায় ৭৫ জন রাজনৈতিক বন্দি।
এই পরিস্থিতিতে ক্রমশ পশ্চিমঙ্গে গতি পাচ্ছে রাজনৈতিক বন্দিমুক্তি আন্দোলন। গত কয়েকদিনে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় এই দাবিতে প্রতিবাদ সভা হয়েছে।এদিন হল আসানসোলে।সকল রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বি এন আর মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বাতী ঘোষ,কল্যান মৌলিক, গণ অধিকার মঞ্চের ইন্দ্রজিৎ মুখার্জি, সুরেশ বাইন,এআইসিসিটিইউ-র সুরিন্দর কুমার, অধিকার ইউনিয়নের সুদীপ্তা পাল,উমেশ দুসাদ,রমজান শেখ, গণ আন্দোলনের কর্মী সুদীপ চক্রবর্তী প্রমুখ।
সকাল ১০.৩০ থেকে ১২ পর্যন্ত চলা এই পথসভায় বক্তব্য রাখেন কল্যাণ মৌলিক, সুরিন্দর কুমার, উমেশ দুসাদ, সুরেশ বাইন ও ইন্দ্রজিত মুখার্জি।