চার সেনা জওয়ানকে মেরে উত্তরপূর্বের স্বাধীনতাকামীরা বলল, ‘ভারতীয় সেনা করোনা ছড়াচ্ছে’
পিপলস ম্যাগিজন ডেস্ক: মণিপুর-মায়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় বুধবার রাতে হানা দিয়ে অসম রাইফেলসের চার জওয়ানকে মারল উত্তরপূর্বের স্বাধীনতাকামী শক্তিরা।গুরুতর আহত ছয় জওয়ান।
ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে, পিপলস লিবারেশন আর্মি, মণিপুর নাগা পিপলস ফ্রন্ট ও আলফা-স্বাধীন। ওই তিন গোষ্ঠীর বাহিনী যৌথ ভাবে ওই হামলা চালিয়েছে।
বিবৃতিতে তারা জানিয়েছে, দুনিয়া থেকে সম্প্রসারণবাদ উঠে গেছে। কিন্তু ভারত রাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ার পশ্চিমাংশে সম্প্রসারণবাদ কায়েম করে রেখেছে।
তাদের দাবি, ভারতীয় সেনা করোনা ভাইরাসের সুপারস্প্রেডার। তারা দ্রূত ভাইরাস ছড়াচ্ছে জনগণের মধ্যে। উত্তরপূর্ব ভারতের জনগণকে ভারতীয় সেনাদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে তারা।
উত্তরপূর্বের সাতটি গোষ্ঠী মিলে কয়েক বছর আগে তৈরি হয়েছিল দক্ষিণপূর্ব এশিয়ার পশ্চিমাংশের স্বাধীনতাকামী শক্তিদের জোট। এদিনের যৌথ আক্রমণ থেকে স্পষ্ট, সেই জোট অটুট রয়েছে।