ভারাভারাদের মুক্তির দাবিতে দেশে দেশে প্রতিবাদ শহিদ দিবসে
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ইতালি থেকে মেক্সিকো। ব্রাজিল থেকে স্পেন। গ্রিস থেকে কলোম্বিয়া। ভারাভারা রাও, সাইবাবা সহ ভারতের রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে একগুচ্ছ কর্মসূচি পালিত হল ২৮ জুলাই। চারু মজুমদারের শহিদ দিবসে। এই কর্মসূচি নেওয়া হয়েছিল ‘ইন্টারন্যাশনাল কমিটি ইন সাপোর্ট ফর পিপলস ওয়ার ইন ইন্ডিয়া’র তরফে।
ভারতের ফ্যাসিবাদী সরকার যেদিন ভিমা কোরেগাঁও মামলায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হানি বাবুকে গ্রেফতার করল, সেই দিনটাই ভারতবর্ষের রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি ছড়িয়ে পড়ল গোটা দুনিয়ায়।
এদিন ইতালি ও স্পেনের গ্যালিসিয়া প্রদেশের গণ আন্দোলনের কর্মীরা জমায়েত করে ভারাভারাদের মুক্তির দাবি তোলেন। ইতালির মাওবাদী পার্টির পক্ষ থেকে বিবৃতিও প্রকাশ করা হয়। প্রকাশিত হয় বিশেষ ব্যানার।
অন্যদিকে বিবৃতি দেন ব্রাজিলের বিপ্লবী রাজনৈতিক কর্মীরা। মেক্সিকোর সোল রোজো(লাল সূর্য) সংগঠনের পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশিত হয়। তাতে ছিল ভিভি, সাইবাবা ও তুরস্কের এক প্রবীণ রাজনৈতিক বন্দির ছবি।
গ্রিসের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা ভারাভারাদের মুক্তির দাবিতে যৌথ বিবৃতি প্রকাশ করেন।