Home খবর ভিভি-দের মুক্তির দাবিতে ২৮ জুলাই দেশে দেশে কর্মসূচি ‘ভারতের জনযুদ্ধের সমর্থনে আন্তর্জাতিক কমিটি’র
0

ভিভি-দের মুক্তির দাবিতে ২৮ জুলাই দেশে দেশে কর্মসূচি ‘ভারতের জনযুদ্ধের সমর্থনে আন্তর্জাতিক কমিটি’র

ভিভি-দের মুক্তির দাবিতে ২৮ জুলাই দেশে দেশে কর্মসূচি ‘ভারতের জনযুদ্ধের সমর্থনে আন্তর্জাতিক কমিটি’র
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: করোনা পরিস্থিতিতে বিপ্লবী কবি ভারাভারা রাও, ৯০ শতাংশ প্রতিবন্ধী অধ্যাপক সাইবাবা সহ সকল রাজনৈতিক বন্দিদের প্যারোলে মুক্ত করার জন্য বিজেপি সরকারের কাছে আবেদন জানিয়েছে বহু মানবাধিকার সংগঠন। ৮১ বছর বয়সি ভারাভারার জামিনের আবেদন করেছেন দেশের ও বিদেশের বহু শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী। কিন্তু কথা কানে নেয়নি মোদি সরকার। এর মধ্যেই কোভিডে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান কবি। তিনি গুরুতর অসুস্থও হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

এই পরিস্থিতিতে নকশালবাড়ির স্রষ্টা ও সিপিআই(এমএল)-এর প্রতিষ্ঠাতা চারু মজুমদারের শহিদ দিবসটিকে ভিভি ও সাইবাবার মুক্তির দাবিতে আন্তর্জাতিক কর্মসূচির দিন হিসেবে পালন করছে ‘ইন্টারন্যাশনাল কমিটি ইন সাপোর্ট ফর পিপলস ওয়ার ইন ইন্ডিয়া’। সারা দিন জুড়ে এই সংক্রান্ত তথ্য প্রচার, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, ভারতীয় দূতাবাসগুলি, যত বেশি সম্ভব দেশের বিদেশ ও আইন মন্ত্রী, ইউরোপিয়ান পার্লামেন্ট ও আন্তর্জাতিক আদালতে ‘মেইল বোম্বিং’(অজস্র মেইল করা), সর্বত্র এই দাবিতে মিছিল-মিটিং সংগঠিত করার ডাক দিয়েছে আইসিএসডব্লিউপিআই। যে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন কারাগার, রাজনৈতিক বন্দি, মানবাধিকার নিয়ে কাজ করে থাকে- তাদের বাড়তি উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে।

বেশি কিছু দেশে এই ধরনের কর্মসূচি চললেও, সেগুলিকে আরও ব্যাপক ও বিস্তৃত চেহারা দেওয়ার ডাক দিয়েছে ওই সংগঠনটি। অতিমারির দিনগুলির মধ্যেই এই আন্দোলন চালিয়ে যআওয়ার কথাও বলা হয়েছে।     

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *