Home খবর ২০৩৬ পর্যন্ত পুতিনের ক্ষমতায় থাকার নয়া আইনের বিরুদ্ধে লকডাউন ভেঙে মস্কোয় বিক্ষোভ
0

২০৩৬ পর্যন্ত পুতিনের ক্ষমতায় থাকার নয়া আইনের বিরুদ্ধে লকডাউন ভেঙে মস্কোয় বিক্ষোভ

২০৩৬ পর্যন্ত পুতিনের ক্ষমতায় থাকার নয়া আইনের বিরুদ্ধে লকডাউন ভেঙে মস্কোয় বিক্ষোভ
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: সম্প্রতি রাশিয়ার সংবিধান সংশোধন করে আরও ২ বার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। যার মধ্য দিয়ে পুতিন ২০৩৬ পর্যন্ত রাশিয়ার সর্বাধিনায়ক থাকার বন্দোবস্ত করে নিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পুতিন প্রশাসনের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালে।

ওই সংবিধান সংশোধনকে গণতান্ত্রিক চেহারা দেওয়ার জন্য গত ২৪ জুন সে দেশে একটি গণভোটের আয়োজন করা হয়। তাতে দেশের ৬৫%মানুষ অংশ নেন। অনেকের বক্তব্য, ওই নির্বাচনে ব্যাপক রিগিং হয়েছে।

এই আইনি সংস্কারের প্রতিবাদে গত ১৫ জুলাই মস্কোয় করোনার জন্য জারি হওয়া লকডাউন বিধি ভেঙে বৃষ্টির মধ্যে জড়ো হন প্রায় ৫০০ মানুষ। তাদের বেশিরভাগের মুখোশেই লেখা ছিল ‘না’। প্রতিবাদীরা টাভেরস্কায়া অ্যাভিনিউ দিয়ে পথ চলা শোরু করতেই বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়। গ্রেফতার করা হয় ১৪২ জনকে।

রাশিয়ার একচেটিয়া পুঁজিপতিদের সাহায্য করার জন্যই এই নয়া আইন জারি করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। শুধু রাশিয়ার জনগণ নয়, রাশিয়ার প্রভাবাধীন আধা উপনিবেশগুলির উপর নিরঙ্কুশ শোষণ চালানোই এই সংস্কারের লক্ষ্য।   

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *