পিপলস ম্যাগাজিন ডেস্ক: ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় হঠাৎই সক্রিয়তা বাড়িয়ে দিল মাওবাদীরা। জঙ্গল এলাকা জুড়ে দেওয়াল লিখন, পোস্টারিং-এর পাশাপাশি সামরিক কার্যকলাপ চালিয় নিরাপত্তাকর্মীদের সজাগ করে দিয়েছে তারা।
আরও পড়ুন: দুর্নীতিগ্রস্থ সরকারের পদত্যাগ দাবি করে টানা ১০ দিন পথে বুলগেরিয়ার জনগণ
গত রবিবার রাতে ৬ ঘণ্টা ধরে তারা চাইবাসা সদর থানা এলাকার বরকেলা ফরেস্ট রেঞ্জে বন দফতরের প্রায় ১২টি বাংলোয় বিস্ফোরণ ঘটায়। চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয় ভবনগুলি। পাশাপাশি ২০টি গাড়িও জ্বালিয়ে দেয়। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জেলার মুফস্সিল থানা এলাকায় বরকেলা যাওয়ার রাস্তাও বিস্ফোরণ করে উড়িয়ে দেয় তারা।
ঘটনার পরই কোলহানের ডিআইজি রাজীবকুমার সিং নিয়মিত ভাবে বড়ো এলাকা জুড়ে টহল(লং রেঞ্জ পেট্রোলিং)দেওয়ার নির্দেশ দেন বাহিনীকে। যাতে মাওবাদীরা ওই অঞ্চলে পা রাখতে না পারে।
এক সিআরপিএফ কর্তার কথায়, “আমরা খবর পেয়েছি, পশ্চিমবঙ্গে থেকে মাওবাদীদের একটি বড়ো দল এ রাজ্যে ঢুকেছে। তারা গ্রামে গ্রামে গিয়ে বৈঠক করছে। গ্রামবাসীদের কাজ না দিয়ে মাটি খোঁড়ার জন্য বড়ো মেশিন ব্যবহারের বিরোধিতা করছে তারা”।
আদিবাসী অধ্যুষিত সরজামবুরু অঞ্চল জুড়ে ব্যাপক পোস্টারিং করেছে মাওবাদীরা। পোস্টারে আদিবাসী ছেলেমেয়েদের দলে দলে মাওবাদীদের গেরিলা বাহিনীতে(পিএলজিএ) যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাহিনীতে নতুন নিয়োগের এই অভিযান সফল করার জন্য গ্রামে গ্রামে চিঠিও দিয়েছে মাওবাদীরা। মুন্ডা, গ্রাম প্রধান, ডাকুয়া(গ্রামীণ বার্তাবাহক)হাতে ওই চিঠি তুলে দেওয়া হয়েছে।
চিঠি বিলির খবর পেয়ে মাওবাদীদের খোঁজে তল্লাশি বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী।