কোভিডে আক্রান্ত রাজনৈতিক বন্দি বিপ্লবী কবি ভারাভারা রাও
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ক্রমশই অসুস্থ হয়ে পড়ছিলেন ৮১ বছর বয়সি তেলুগু কবি। বৃদ্ধ বিপ্লবী কবির বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত। দলিত বিক্ষোভের দ্বিশতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ২০১৮ সালের ১ জানুয়ারি পুনেতে এক বিশাল জনসভা আয়োজিত হয়। তারপরই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে দলিত বিক্ষোভ।
আরও পড়ুন: প্রতিবাদ যখন ‘অপরাধ’! গণতন্ত্র বিরোধী নয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল গ্রিস
সেই মামলায় ৮ জন বুদ্ধিজীবী ও রাজনৈতিক কর্মীর সঙ্গে বন্দি ভারাভারাও। পরবর্তী কালে সেই মামলায় যুক্ত হয়েছে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র। মহারাষ্ট্র পুলিশের হাত থেকে মামলা নিয়েছে এনআইএ।
কিছুদিন ধরেই অসুস্থ ভারাভারা। দেশ জুড়ে কবি, শিল্পী, রাজনৈতিক কর্মী তার জামিন ও সুচিকিৎসার দাবি তুলেছেন। যদিও বোম্বে হাই কোর্টে তার জামিনের আবেদন নাকচ হয়ে গেছে। সম্প্রতি জনমতের চাপে তাঁকে জেজে হাসপাতালে ভর্তি করেছে জেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জানা গেল তিনি কোভিডে আক্রান্ত।
জেলের অস্বাস্থ্যকর পরিবেশে রাজনৈতিক কর্মীদের বন্দি রেখে তাদের জীবনকে সংকটে ফেলতে চায় ফ্যাসিবাদী সরকার। এই অভিযোগ বারবার তুলছেন মানবাধিকার কর্মীরা। গুয়াহাটি, পুনে ও অন্যান্য জেলের ঘটনা সেই অভিযোগে সিলমোহর দিচ্ছে।