ভ্যাকসিনের লড়াইতে চমক! মানব শরীরে করোনা প্রতিষেধকের পরীক্ষা শেষ, দাবি রাশিয়ার
পিপলস ম্যাগাজিন ডেস্ক: সেশেনভের মস্কোর প্রথম রাষ্ট্রীয় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। রাশিয়ার দাবি সঠিক প্রমাণিত হলে চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে স্থায়ী আসন লাভ করতে চলেছে এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অন্তর্দেশীয় মেডিসিন ও বায়োটেকনোলজি প্রতিষ্ঠানের ডিরেক্টর ভাদিম তারাসভ জানিয়েছেন, তারা মানব শরীরের ওপর করোনা ভ্যাকসিনের ট্রায়াল শেষ করেছেন। স্বেচ্ছাসেবকদের একটি দলকে দু-তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। অপর দলটিকে ছাড়া হবে ২০ জুলাই।
এই ট্রায়ালের লক্ষ্য ছিল, ভ্যাকসিনটি মানব শরীরে নিরাপদ কিনা, তা দেখা। দেখা গেছে, বাজার চলতি অন্য সব প্রতিষেধক মানব শরীরে যতটা নিরাপদ, এটিও তাই। দাবি তারাসভের।
দাবি সঠিক হলে, এটিই হতে চলেছে প্রথম করোনা ভ্যাকসিন।
গত মাসের ১৮ তারিখে রাশিয়ার গ্যামালেই ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি ভ্যাকসিনের এই ট্রায়াল শুরু হয়েছে বলে জানিয়েছিল রাশিয়া।
সেশেনভ বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানিয়েছেন, মহামারি পরিস্থিতির জটিলতা এবং ভ্যাকসিনের উৎপাদন কতটা বাড়ানো সম্ভব- এই দুটি বিষয়ের ভিত্তিতে আগামী দিনে প্রতিষেধক তৈরির পরিকল্পনা করা হবে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এক্ষেত্রে ভ্যাকসিন তৈরির চূড়ান্ত ধাপটি বাজারের ওপরই ছেড়ে দেওয়া হতে পারে। অর্থাৎ ভ্যাকসিন নানা বয়স ও নানা ধরনের রোগীদের ওপর কতদিন কার্যকর থাকছে, তা বাণিজ্যিক প্রক্রিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে। কারণ, এত কম সময়ে তা জানা সম্ভব না। মানব শরীরে প্রতিষেধক তৈরি হয়েছে এবং তা শরীরের কোনো ক্ষতি করছে না, এটুকুই এখনও পর্যন্ত জানা গেছে।