Home খবর করোনার জেরে কর্মহীনতায় ইতিহাস, পথে অস্ট্রিয়ার জনগণ
0

করোনার জেরে কর্মহীনতায় ইতিহাস, পথে অস্ট্রিয়ার জনগণ

করোনার জেরে কর্মহীনতায় ইতিহাস, পথে অস্ট্রিয়ার জনগণ
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: গত কয়েক মাসে অস্ট্রিয়ায় কাজ হারিয়েছেন ২ লক্ষ মানুষ। করোনা-সংকটের নামে পুঁজিপতিরা যত খুশি ছাঁটাই করে চলেছেন। সে দেশের ইতিহাসে এত বেশি মানুষ কখনও বেকার হয়ে পড়েননি। তবুও সরকার মাত্র একবার ৪৫০ ইউরো ক্ষতিপূরণ দিয়েই হাত গুটিয়ে নিয়েছে।

আরও পড়ুন: করোনা সংক্রমণ ঠেকাতে রাষ্ট্রীয় বাড়াবাড়ির বিরুদ্ধে জঙ্গি প্রতিবাদ সার্বিয়া জুড়ে

ফ্যাসিবাদাবিরোধী, গণতান্ত্রিক ও শ্রমিক সংগঠনগুলি যৌথ ভাবে এক প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল। তাদের দাবি, যারা কর্মহীন হচ্ছেন, তাদের সুযোগসুবিধা ৮০% বাড়াতে হবে। সাপ্তাহিক কাজের সময় কমিয়ে ৩৫ ঘণ্টা করতে হবে। কাউকে ছাঁটাই করা চলবে না। যাদের বেতন কাটা হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবিগুলি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এদিনের শ্লোগান ছিল-‘তোমাদের সংকটের মূল্য আমরা চোকাবো না- প্রতিরোধ করুন, সংগ্রাম করুন!”

এক নেত্রী তার ভাষণে বলেন, সরকার করোনা-সংকটের শুরুতি বলেছিল, কাউকে বিপদে ফেলা হবে না। সেটা ছিল পুরোদস্তুর ভন্ডামি। করোনার নামে যাবতীয় সাহায্য করা হয়েছে বিভিন্ন সংস্থা ও কুঁজিপতিদের। তাঁর মতে, যারা এখনও কাজ করছেন, কর্মহীনতার সুযোগসুবিধাগুলো তাদেরও দেওয়া উচিত। নাহলে, তাদের মাইনে আরও কমিয়ে দেওয়া হবে।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *