Home খবর ৫০ শতাংশ কর্মী সংকোচন, নিয়োগ বন্ধ রেলে

৫০ শতাংশ কর্মী সংকোচন, নিয়োগ বন্ধ রেলে

৫০ শতাংশ কর্মী সংকোচন, নিয়োগ বন্ধ রেলে
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: সদ্যই রেলে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন সহ ১৫১ টি ট্রেন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে টেন্ডার ডাকা হবে শীঘ্রই। পাশাপাশি জেনা যাচ্ছে, অচিরেই কলকাতা ও মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবাও কিছুদিনের মধ্যে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন: সংস্কার কর্মসূচি : ভারতীয় কৃষির সর্বনাশের নীল নকশা ,পর্ব -২

রেলে বেসরকারিকরণের প্রক্রিয়া যে আরও বাড়তে চলেছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল বৃহস্পতিবার। রেল বোর্ডের জয়েন্ট ডিরেক্টর অজয় ঝা রেলের সমস্ত বিভাগের জেনারেল ম্যানেজারদের একটি নোটিশ পাঠিয়ে জানিয়েছেন, নিরাপত্তা বিভাগ ছাড়া সকল বিভাগের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হবে। গত ২ বছরে যে নিয়োগ প্রক্রিয়া চলেছে, তার মধ্যে যাদের নিয়োগ হয়ে গেছে, তাদের বাদ দিয়ে বাকিদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে। পরে আবার কখন নিয়োগ হবে, তা পৃথক পৃথক নোটিশ দিয়ে জানানো হবে।

তবে সবচেয়ে বড়ো কথা হল, এদিনের নোটিশে জানানো হয়েছে নিরাপত্তা বিভাগ বাদে রেলে ৫০% কর্মী সংকোচন করা হবে। ওই পদগুলো লোপ করা হবে। কয়েকজিন আগেই ৪১টি কয়লা ব্লক নিলামের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। কৃষি ক্ষেত্রে বেসরকারি পুঁজির ঢালাও অনুপ্রবেশের পথ করে দিয়েছে। বোঝাই যাচ্ছে করোনা পরিস্থিতির মধ্যে ভারতের সাধারণ মানুষ যখন জেরবার, তখনই সাম্রাজ্যবাদ ও বৃহৎ পুঁজির স্বার্থে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি।   

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *