দেগঙ্গার গণ আন্দোলন কর্মীদের জামিন দিল না আদালত
পিপলস ম্যাগাজিন ডেস্ক: দেগঙ্গায় ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে আন্দোলনরত জনগণের পাশে দাঁড়িয়েছিলেন গণ আন্দোলনকর্মীরা। সোমবার তাদের ওপর আক্রমণ চালায় তৃণমূল কর্মী-সমর্থকরা। আক্রমণকারীদের গ্রেফতার না করে আন্দোলনরত সাধারণ মানুষ ও গণ আন্দোলনকর্মীদের গ্রেফতার করে পুলিশ।
তবে শাওন, নাতাশা, জুবি সাহা, সুদর্শন, রিনাসহ ১৫ জন প্রতিবাদীকে জামিন দিলো না বারাসত আদালত।২৬ জুন পর্যন্ত জুবি, শাওন, নাতাশা, উদ্ভাস, সুবিদ হাসান সহ ৬ জনের পুলিশ হেফাজত, আর বাকি ৯ জনের জেল হেফাজত হয়েছে।
বারাসাত কোর্টে জুবি, নাতাশার সাথে কথা বলে মানবাধিকার কর্মীরা জেনেছেন, সোমবার সন্ধ্যায় গ্রেফতার করার পর থেকে এদিন সন্ধ্যা অবধি কাউকে কিছু খেতে দেওয়া হয়নি। মহিলাদের মধ্যে শুধুমাত্র নাতাশাকে চারটি বিস্কুট দেওয়া হয়েছে ইঞ্জেকশন দেওয়ার পরে। সোমবার তৃণমূলকর্মীরা পুলিশের সামনে যে আক্রমণ চালায়,, তাতেই আহত হয়েছিলেন নাতাশা।
এদিনের আদালতের সিদ্ধান্তেই স্পষ্ট গণ আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক অবস্থান নিচ্ছে রাজ্য সরকার। ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে ব্যাতিব্যস্ত প্রশাসন বিরোধী মতকে জায়গা দেওয়ার অবস্থায় নেই।
ছবি: সোশাল মিডিয়া