Home খবর ত্রাণ নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়ি ঘেরাও, দঃ ২৪ পরগনার জয়নগরে নামল র‍্যাফ, কমব্যাট বাহিনী, ভিডিও
0

ত্রাণ নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়ি ঘেরাও, দঃ ২৪ পরগনার জয়নগরে নামল র‍্যাফ, কমব্যাট বাহিনী, ভিডিও

ত্রাণ নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়ি ঘেরাও, দঃ ২৪ পরগনার জয়নগরে নামল র‍্যাফ, কমব্যাট বাহিনী, ভিডিও
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতি ও দলবাজির অভিযোগে পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়ি ঘেরাও করলেন কয়েক হাজার উত্তেজিত গ্রামবাসী। গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে তৃণমূলের শতাধিক কর্মী-সমর্থক।  এলাকায়  র‍্যাফ, কমব্যাট বাহিনী নামানো হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মায়া হাউড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।

আরও পড়ুন: ২০ হাজার টাকা ক্ষতিপূরণে পঞ্চায়েত ভাগ চাইছে ১২ হাজার! ব্লক অফিসে বিক্ষোভ সুন্দরবনবাসীর

উমপুন ঝড়ে এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় কোনো বাড়িই অক্ষত নেই। গ্রামবাসীরা পিপলস ম্যাগাজিনকে জানান, সরকারি ত্রিপল আসার সঙ্গে সঙ্গেই শুরু হয় দুর্নীতি। তৃণমূলের নেতা-কর্মীরা নিজেদের মধ্যে তা ভাগাভাগি করে নিয়ে নেয়। এরপর শুরু হয় ক্ষতিপূরণের ২০ হাজার টাকা নিয়ে দুর্নীতি। গ্রামবাসীদের কাছে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা ঘুষ চায় তৃণমূলের নেতারা। এরপরই মানুষের ধৈর্যের বাঁধ ভাঙ্গে।

মঙ্গলবার সকালে কয়েক হাজার গ্রামবাসী পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাজিয়ার বাড়ি ঘেরাও করেন।

এলাকায় তৃণমূলের প্রায় শতাধিক পরিচিত কর্মী-সমর্থকের বাহিনী  গ্রামবাসীদের বাধা দিতে আসে। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে তারাই থানায় খবর দেয়।

থানা থেকে পুলিশ এলে উত্তেজিত স্থানীয় মানুষ পুলিশের গাড়ি ঘেরাও করে রাখেন। আন্দোলনের প্রথম সারিতে ছিলেন গ্রামের মহিলারা।

পুলিশের গাড়ি উদ্ধার করতে প্রায় ঘণ্টা দুয়েক পরে এলাকায় কমব্যাট বাহিনী নামানো হয়। কিন্তু তারাও গ্রামবাসীদের হাতে ঘেরাও হয়ে পড়েন। এর পর এলাকায় নামানো হয় র‍্যাফ। দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপর  দিকে তৃণমূলের বাহনীর বিরুদ্ধে থানায় ডায়েরি করা হয়েছে।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *