কোভিডের চিকিৎসায় অবশেষে মিলল সস্তার জীবনদায়ী ওষুধ
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ভ্যাকসিন কবে আবিষ্কার হবে, আদৌ হবে কিনা, হলেও তা সকলের নাগালে থাকবে কিনা? তা নিয়ে দুনিয়া জোড়া চর্চার মধ্যেই কোভিডের চিকিৎসায় খুলে গেল দিগন্ত।
ভেন্টিলেটরে থাকা মৃত্যুপথযাত্রী কোভিড রোগী বা অক্সিজেন নিতে হচ্ছে, এমন রোগীদের মৃত্যুহার কমাতে কাজ লাগবে বহুল প্রচলিত স্টেরয়েড ডেক্সামেথাসন। এই ওষুধটি সস্তা এবং বাজারে সহজেই পাওয়া যায়। জানা গেছে খুব কম মাত্রার প্রয়োগেই মিলবে ফল।
কোভিডের ওষুধ নিয়ে দুনিয়ায় যে সব পরীক্ষাগুলি চলছিল, তার মধ্যে অন্যতম বড়ো আকারের পরীক্ষাটি চালাচ্ছিল ইংল্যান্ডের ‘রিকভারি’ দলটি। সেই দলের প্রধান, অক্সফোর্ড বিশ্বাবিদ্যালয়ের অধ্যাপক মার্টিন ল্যানড্রে জানিয়েছেন, ভেন্টিলেটরে থাকা রোগীদের ক্ষেত্রে ডেক্সামেথাসনের প্রয়োগ মৃত্যুহার এক তৃতীয়াংশ কমিয়ে দেবে। যাদের অক্সিজেন নিতে হচ্ছে, তাদের ক্ষেত্রে তা পাঁচ ভাগের এক ভাগ কমাবে(এমন রোগীদের মৃত্যুর সম্ভাবনা এমনিতেই ভেন্টিলেটরে থাকা রোগীদের তুলনায় কম)।
এই স্টেরয়েডটি শারীরিক কষ্টের উপশমে এমনিতেই যথেষ্ট প্রচলিত। তবে হাসপাতালে ভির্তি থাকা রোগীদের ক্ষেত্রেই কেবল এর প্রয়োগ সম্ভব। গত ছমাস ধরে করোনার চিকিৎসার জন্য নির্দিষ্ট ওষুধের খোঁজ চলছে। এই প্রথম এমন কোনো ওষুধ পাওয়া গেল, যা কোভিড রোগীর মৃত্যুহার কমাচ্ছে।
করোনা চিকিৎসায় এমন সস্তার ওষুধ মেলায় গরিব দেশগুলির মানুষের খুবই সুবিধা হবে, একথা বলাই যায়।
এমনকি ইংল্যান্ডের ওই গবেষক দলও বলেছেন, সে দেশে প্রথম থেকে ডেক্সামেথাসনের সরবরাহ যথেষ্ট থাকলে, সেখানকার মৃত্যুর সংখ্যাও কমানো যেত।
পাঠকদের অনুরোধ, দোকান থেকে ডেক্সামেথাসন কিনে, বাড়িতে জমা করবে না। এই ওষুধ কেবল মৃত্যপথযাত্রীদের ক্ষেত্রেই প্রয়োগযোগ্য। তাছাড়া হাসপাতালে চিকিৎসকের নজরদারি ছাড়া এই ওষুধ প্রয়োগ করা যাবে না।