Home খবর কোভিডের হাত ধরে নতুন দুই বিলিওনেয়ারের জন্ম ভারতে
0

কোভিডের হাত ধরে নতুন দুই বিলিওনেয়ারের জন্ম ভারতে

কোভিডের হাত ধরে নতুন দুই বিলিওনেয়ারের জন্ম ভারতে
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: লকডাউনের জেরে দুনিয়া জুড়ে বহু শিল্পের নাভিশ্বাস উঠেছে। অনেকেরই শেয়ার মার্কেটে দর ব্যাপক কমে গেছে। কিন্তু উদয় হয়েছে নতুন তারকারও। ভারতেও তেমন দুই ব্যক্তি বিলিওনেয়ারে পরিণত হয়েছেন। ফোর্বসের হিসেব অনুযায়ী এখন ভারতে বিলিওনেয়ারের সংখ্যা ১০২।

আরও পড়ুন: ২০ হাজার টাকা ক্ষতিপূরণে পঞ্চায়েত ভাগ চাইছে ১২ হাজার! ব্লক অফিসে বিক্ষোভ সুন্দরবনবাসীর

অরুণ ভরত রাম। ইনি শ্রীরাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক(এসআরএফ)।১৪টি সংস্থার বোর্ডে রয়েছেন। দুনিয়া জুড়ে ৬টি সংস্থার প্রধান। তার মধ্যে রয়েছে জেকে পেপার লিমিটেডও। দিল্লির লেডি শ্রীরাম কলেজ ও শ্রীরাম স্কুলস ইন ইন্ডিয়াও তারই। তো এই ৭৯ বছরের রামবাবু করোনার বাজারে বিপুল ব্যবসা করেছেন।

রামের সংস্থা ওষুধ ও কীটনাশক তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক কাঁচা মালের ব্যবসা করে। করোনার বাজারে তাঁর পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়। বহু সংস্থা চিন থেকে কাঁচা মাল না এনে তার সংস্থার থেকে সস্তায় রাসায়নিক কিনতে শুরু করে। এর ফলে ২৫ মার্চের পর তার সংস্থার শেয়ারের দর ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার নিজের সম্পত্তি বেড়ে হয়েছে ১.১ বিলিয়ন ডলার।

বিলিওনেয়ার হয়েছেন এক ডাক্তারও।

ড. লাল প্যাথ ল্যাবের কর্ণধার ৭০ বছরের অরবিন্দ লাল। সংস্থার ১৭৪ মিলিয়ন ডলারের ব্যবসা। করোনার আগমনের পর কেন্দ্রীয় সরকার বেসরকারি সংস্থাগুলিকে করোনা টেস্টের অধিকার দেয়। তারপর এই সংস্থার শেয়ারের দর বেড়েছে ৮ শতাংশ। অরবিন্দ লালের ব্যক্তিগত সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ১ বিলিয়ন ডলার। তবে অনেকে মনে করছেন, কেন্দ্র করোনা পরীক্ষার মূল্য নির্দিষ্ট করে দেওয়ায় সংস্থার ব্যবসা বাড়লেও লাভ তেমন হবে না।

সে যাই হোক, ভারতে দীর্ঘদিন করোনা রহস্য জমজমাট থাকার পেছনে এই দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং থাকবে।

ছবি: অরুণ ভরত রাম

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *