পিপলস ম্যাগাজিন ডেস্ক: পুলিশি ব্যবস্থা তুলে দিয়ে গণ নিরাপত্তার দায়িত্ব জনগণের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহর প্রশাসন। গত ২৫মে জর্জ ফ্লয়েড নামে এক মাঝবয়সি কৃষ্ণাঙ্গের পুলিশ হেফাজতে মৃত্যুর পর থেকেই বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস সহ গোটা আমেরিকা।
২৫ মে প্রকাশিত এক ভিডিওয় দেখা যায়, এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চাপা দিয়ে রেখেছেন। যার জেরে শেষ পর্যন্ত হয় ওই কৃষ্ণাঙ্গর। তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আমেরিকার সীমানা ছাড়িয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।
অভিযুক্ত চার অফিসারের চাকরি থেকে বরখাস্ত হওয়া, জেলে যাওয়া সত্ত্বেও আন্দোলন থামার নাম নেই। বরং তাতে জনসমাগম ক্রমেই বাড়ছে। প্রতিবাদীদের দাবি ‘পুলিশের পেছনে খরচ করা চলবে না’।
আমেরিকায় কালো মানুষদের ওপর শ্বেতাঙ্গদের নির্যাতনের ইতিহাস বহু পুরনো। এ নিয়ে আন্দোলনও কম হয়নি। কিন্তু এবারের আন্দোলন সব ইতিহাসকে ছাপিয়ে গেছে।
শহর প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তাব পাস করা হয়েছে, তাতে বলা হয়েছে, ‘জর্জ ফ্লয়েডের মৃত্যু দেখিয়ে দিয়েছে, পুলিশি ব্যবস্থায় কোনো রকম সংস্কারই কালো মানুষ ও অন্যান্য সম্প্রদায়ের মানুষদের ওপর পুলিশের অত্যাচার বন্ধ করতে পারবে না’।
পুলিশি ব্যবস্থা জনগণের ওপর ছেড়ে দেওয়ার পদ্ধতি ঠিক করার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে। তারা ২৪ জুলাইয়ের মধ্যে রিপোর্ট দেবে। শহরবাসীর সঙ্গে কথা বলে গোটা মডেলটি চূড়ান্ত করার জন্য এক বছর সময় ধার্য করেছে শহর প্রশাসন।