আর্থিক সংকটের জেরে ফের অগ্নিগর্ভ লেবানন, কেন্দ্রীয় ব্যাঙ্ক দখলের চেষ্টা ত্রিপোলিতে, বোমা, কাঁদানে গ্যাস
পিপলস ম্যাগাজিন ডেস্ক: গত বছরের শেষার্ধ থেকে উত্তাল লেবানন। দেশের আর্থিক অবস্থায় ধ্বস নামার জেরে সাধারণ মানুষের জীবনে গভীর সংকট নেমে এসেছে। মনে করা হচ্ছে ১৯৭৫-৯০ পর্যন্ত চলা গৃহযুদ্ধের সময় বাদে সে দেশের আর্থিক অবস্থা এত খারাপ কখনও হয়নি।
ক্ষমতাসীন রাজনৈতিক এলিটদের লাগামহীন দুর্নীতি ও বাজে খরচের জন্যই দেশের এই হাল বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
দুনিয়াজোড়া লকডাউনের মাঝে গত এপ্রিলেই লকডাউন ভেঙে পথে নেমে পড়েছিলেন সে দেশের সাধারণ মানুষ। জঙ্গিরূপ নিয়েছিল সেই প্রতিবাদ আন্দোলন। কিন্তু বৃহস্পতিবার লেবাননের মানুষের আন্দোলনের জঙ্গিপনায় আগের সমস্ত নজিরকে ছাপিয়ে গেলেন।
এদিন লেবানিজ পাউন্ডের দাম কমে ডলার পিছু ৫০০০-এ পৌঁছেছে। গত অক্টোবর থেকে ৭০% দাম কমেছে লেবানিজ পাউন্ডের। প্রতিবাদে এদিন সাধারণ উত্তরের ত্রিপোলি থেকে দক্ষিণের সিডন পর্যন্ত অধিকাংশ শহরের রাস্তা বন্ধ করে দেন। টায়ার জ্বালিয়ে, আবর্জনা ফেলে আটকানো হয় পথ।
পেট্রোল বোমা ছুঁড়ে ত্রিপোলির কেন্দ্রীয় ব্যাঙ্কের ভবনটি জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ব্যাঙ্ক লুঠ আটকায়।
সাধারণ মানুষের বক্তব্য, তাদের খাবার, বাড়ি ভাড়া দেওয়ার পয়সা নেই।খাবারের দাম, বেকারত্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পাউন্ডের দাম না বাড়লে তারা পথ ছাড়বেন না।
পরিস্থিতি সামাল দিতে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সঙ্গে লেবাননের আর্থিক সংস্কার নিয়ে আলোচনা চলছে। অর্থ ভাণ্ডারের দেওয়া টাকায় দেশের আর্থিক হাল ফিরবে বলে মনে করছে সরকার।