আছে বাক স্বাধীনতা, গৃহহীনদের বিনামূল্যে খাবার, নেই শুধু পুলিশ, ছবিতে ‘ক্যাপিটল হিল মুক্তাঞ্চল’
পিপলস ম্যাগাজিন ডেস্ক: আমেরিকার সিয়াটল শহরের ক্যাপিটল হিল এলাকা থেকে গত ৯ জুন আন্দোলনের জেরে পাততাড়ি গুটিয়েছে পুলিশ। পুলিশ দফতর বন্ধ। এলাকার ছটি ব্লকে ব্যারিকেড দিয়ে ঘিরেছেন প্রতিবাদীরা। তৈরি করেছে ‘ক্যাপিটল হিল স্বাশাসিত অঞ্চল’ বা ‘ক্যাপিটল হিল মুক্তাঞ্চল’। কেমন সেই মুক্তাঞ্চলের অবস্থা? দেখুন ছবিতে। ছবিগুলি নেওয়া হয়েছে নিউইয়র্ক টাইমস থেকে।
আরও পড়ুন: আমেরিকার সিয়াটলে কীভাবে তৈরি হল ‘মুক্তাঞ্চল’? জেনে নিন ঘটনাক্রম
Post Views:
459