Home খবর কানাডায় বিপ্লবী ছাত্রদের বর্ণবিদ্বেষ বিরোধী সারাদিনব্যাপী মিছিল, কাঁদানে গ্যাস, ভিডিও
0

কানাডায় বিপ্লবী ছাত্রদের বর্ণবিদ্বেষ বিরোধী সারাদিনব্যাপী মিছিল, কাঁদানে গ্যাস, ভিডিও

কানাডায় বিপ্লবী ছাত্রদের বর্ণবিদ্বেষ বিরোধী সারাদিনব্যাপী মিছিল, কাঁদানে গ্যাস, ভিডিও
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: কানাডার মন্ট্রিলে কমিউনিস্ট বিপ্লবী ছাত্রদের সাত ঘণ্টা ব্যাপী মিছিলে সরগরম থাকল সপ্তাহান্ত। এক সপ্তাহ আগেও বিশাল মিছিল হয়েছিল ওই শহরে। তবে এ সপ্তাহে মিছিলে যোগদানকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।

মিছিলের মূল উদ্যোক্তা ছিল রেভলিউশনারি স্টুডেন্ট মুভমেন্ট, কনকর্ডিয়া। তাদের সঙ্গে যোগ দিয়েছিল একটি ফরাসি সমাজতান্ত্রিক যুব সংগঠনের মন্ট্রিল শাখার সদস্যরা।

সাত ঘণ্টা ধরে চলতে থাকা মিছিল শেষ পর্যন্ত পুলিশের হেড কোয়ার্টারের সামনে গিয়ে শ্লোগান দিতে থাকে। সে সময় শান্ত মিছিলে কাঁদানে গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

তবে শুধু মন্ট্রিল নয়। সপ্তাহান্ত জুড়ে কানাডার সকল বড়ো ও ছোটো শহরে মিছিল হয়। টরন্টো, কুইবেক বাদ ছিলনা কেউই।

সে দেশে জাতিবিদ্বেষী পুলিশি নিপীড়নের দীর্ঘ ইতিহাস রয়েছে।   

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *