পিপলস ম্যাগাজিন ডেস্ক: শনিবার বিদ্যুতের দাবিতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট মোড়ে পথ অবরোধ করলেন দক্ষিণ বারাশত এলাকার মানুষ। উমপুন ঝড়ের পর থেকে গত ১০ দিন এলাকায় বিদ্যুৎ নেই। জল সরবরাহ বন্ধ । জলের অভাবে সব চেয়ে বিপদে পড়েছেন মহিলা,বৃদ্ধ ও শিশুরা। প্রায় দু’ঘন্টা অবরোধ চলার পর বিদ্যুত দফতরের কর্তারা এদিনের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
আরও পড়ুন: কোভিড-১৯-এর প্রতিষেধকের খোঁজে সাম্রাজ্যবাদীদের লড়াই চরমে
উমপুনের ধাক্কায় বিধ্বস্থ হয়ে গেছে দক্ষিণ ও উত্তর ২৪পরগনার বিস্তীর্ণ এলাকা। ঘর বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি দক্ষিণ ২৪পরগনার গ্রামাঞ্চলের কোথাও বিদ্যুত আসেনি। মুখ্যমন্ত্রী কলকাতায় বসে দাবি করেছেন রাজ্যের ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে। এই দাবির সঙ্গে বাস্তবের কোনো মিলই নেই। উপড়ে পরা বিদ্যুতের খুঁটি,তার প্রভৃতি সারানোর কোনো সরকারি উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়ছেনা। এমনকি ঝড়ে পড়ে যাওয়া বড়ো বড়ো গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ গ্রামবাসীদের নিজেদেরই করতে হয়েছে।
অভিযোগ, ত্রাণ বিলি নিয়ে চলছে চরম দুর্নীতি। ব্লক অফিস থেকে পাঠানো ত্রিপলগুলি পঞ্চায়েতের নেতারা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন। শুধু শাসক দল নয়, ছোটো-বড়ো সব বিরোধী দলগুলিও এই দুর্নীতিতে যুক্ত। প্রতিটি পরিবারের জন্য রাজ্য সরকার ২০হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করতেই দুর্নীতিবাজরা নতুন করে তৎপর হয়ে উঠেছে। গ্রামের মানুষ ক্ষোভে ফুটছেন। পরস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার সম্ভাবনা।