করোনা-যুদ্ধের নামে শ্রমিক শ্রেণির বিরুদ্ধে যুদ্ধ, প্রতিবাদ আসানসোলে
![করোনা-যুদ্ধের নামে শ্রমিক শ্রেণির বিরুদ্ধে যুদ্ধ, প্রতিবাদ আসানসোলে](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/05/asan-cover.jpg)
পিপলস ম্যাগাজিন ডেস্ক: করোনা রুখতে অপরিকল্পিত ভাবে লকডাউনের কারণে ভারতের কোটি কোটি পরিযায়ী শ্রমিক সহ মেহনতি মানুষেরা রাষ্ট্রীয় হিংস্রতার শিকার হচ্ছেন। এই অভিযোগে সোমবার সকালে আসানসোলের বিএনআর মোড়ে ৪০ মিনিটের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের ঠিকা শ্রমিকরা।
আরও পড়ুন: আমেরিকায় অতিমারির ভরকেন্দ্র নিউইয়র্কে মে দিবসে শ্রমিকদের প্রতিবাদ, ছবি, ভিডিও
প্রেস বিজ্ঞপ্তি জারি করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পরিয়ায়ী শ্রমিকরা হাজার কিলোমিটার ভুখা পেটে হাঁটতে হাঁটতে মারা যাচ্ছে, তেমনই মালিকের অবহেলায় বিশাখাপত্তনম, গুজরাট বা তামিলনাড়ুতে গ্যাস লিক হয়ে মারা আযচ্ছে। ঝাড়খণ্ডে শুরু হয়েছে না খেতে পেয়ে মারা আযওয়ার ঘটনা। সারা দেশ জুড়ে মানুষের ঘরে খাবার নেই। পাশাপাশি লকডাউনের সুযোগ নিয়ে গুজরাট সরকার অতিরিক্ত সময়ের জন্য দ্বিগন মজুরি না দিয়ে ১২ ঘণ্টা কাজ করানোর ছাড়পত্র দিয়ে দিয়েছে। উত্তর প্রদেশের বিজেপি সরকার অর্ডিনান্স জারি করেছে তিন বছরের জন্য কোনো শ্রম আইন মানা হবে না। একটার পর একটা বিজেপি শাসিত রাজ্য প্রচলিত শ্রম আইন বাতিল করে, ৮ ঘণ্টা কাজের অধিকার কেড়ে নিয়ে শ্রমিক শ্রেণির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে’।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/05/asan_edit-1.jpg)
এই পরিস্থিতিতে দেশের সমস্ত মেহনতি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে দুনিয়ার মজদুরকে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে এ দিনের প্রতিবাদ-কর্মসূচিতে।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/05/asan_edit_2.jpg)
লকডাউনের সময় যে সমস্ত কলকারখানা বন্ধ ছিল, তাদের সমস্ত শ্রমিককে মজুরি দেওয়ার জন্য ইসিএল ঠিকা শ্রমিক ইউনিয়ন আরও দুটি জাতীয় স্তরের ইউনিয়নের সাথে এদিন যৌথ ভাবে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে।