করোনা নয়, লকডাউনের ধাক্কায় এর মধ্যেই প্রাণ গেল ১৬ শ্রমিক সহ ৩০০ মানুষের, ভিডিও
অবসাদে আত্মহত্যা, পায়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু, পুলিশের মারে মৃত্যু- লকডাউন পর্যায়ে মৃত্যুমিছিল দেখছে ভারত। করোনার নাগাল এড়িয়ে অনেকেই মরছেন রাষ্ট্রের পরিকল্পনাহীনতা এবং গরিব মানুষের প্রাণকে মূল্য না দেওয়ার জেরে। শুক্রবার ঔরঙ্গাবাদে মালগাড়িতে কাটা পড়ে ১৬ শ্রমিকেরমৃত্যু এই মিছিলকে একধাক্কায় লম্বা করে দিল। সংখ্যাটা পেরিয়ে গেল ৩০০। আসুন দেখি কীভাবে মরলেন এত মানুষ।
Post Views:
396