Home খবর করোনাভাইরাস অতিমারির জন্য দায়ী বিল গেটস, অনুষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে
0

করোনাভাইরাস অতিমারির জন্য দায়ী বিল গেটস, অনুষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে

করোনাভাইরাস অতিমারির জন্য দায়ী বিল গেটস, অনুষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: গত দুমাস ধরে নানা জায়গায় যে বিষয়টা নিয়ে চর্চা চলছে, তা এবার উঠে এল রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলে। ওই চ্যানেলের ৫১ শতাংশ মালিকানা রাশিয়ার সরকারের। ইউরোপিয়ান ইউনিয়ন অবশ্য ওই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: পুঁজিবাদী রাষ্ট্রে শ্রমিকদের অবস্থা বদলায়নি ১৭৫ বছরেও, দেখিয়ে দিল করোনা

রাশিয়ার চ্যানেল ওয়ান নেটওয়ার্কের প্রাইম টাইম অনুষ্ঠান ‘ম্যান অ্যান্ড ল’-র একটি ১৫ মিনিটের সেগমেন্টে বিল গেটস সম্পর্কে বলা হয়েছে, তিনি ‘বিশ্বা স্বাস্থয সংস্থার একজন বিলিওনেয়ার স্পনসর, যিনি এই গ্রহের জনসংখ্যা কমাতে চান’। গত ২৪ এপ্রিল প্রচারিত হয়েছে অনুষ্ঠানটি।

২০১৫ সালের এক বক্তব্যে বিল গেটস আসন্ন অতিমারি সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছিলেন। ওই বক্তব্যের উদাহরণ দিয়ে টেলিভিশন চ্যানেলটি দাবি করেছে, গেটস করোনাভাইরাস সম্পর্কে আগে থেকেই জানতেন। করোনার প্রতিষেধক থেকে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন মুনাফা করবে, এমন ইঙ্গিতও দিয়েছে চ্যানেল ওয়ান নেটওয়ার্ক।    

এই অনুষ্ঠান সম্পর্কে নিজের মতামত জানাতে গিয়ে বিল গেটস বলেছেন, ‘এই ধরনের ভুল তথ্য বিপজ্জনক’। ‘বিশেষত সংকটের সময় মানুষে নানা ভুলভাল কথাও বিশ্বা, করে ফেলে’।

তবে মাইক্রোসফটের মালিক সম্পর্কে এই প্রচার নতুন নয়। একটি সমীক্ষায় দেখা গেছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে টিভি ও সোশাল মিডিয়ায় ১২ লক্ষ বার করোনাভাইরাসের সঙ্গে বিল গেটসের সম্পর্ক নিয়ে কথা হয়েছে।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *