রেশন-দুর্নীতি নিয়ে তৃণমূলকর্মীদের সঙ্গে বচসার জেরে গ্রেফতার গণ আন্দোলনকর্মী
পিপলস ম্যাগাজিন ডেস্ক: গোটা রাজ্য জুড়ে রেশন থেকে প্রাপ্য না পাওয়া নিয়ে গরিব মানুষের ক্ষোভ বেড়েছে। শনিবারই মুর্শিদাবাদের সালারে রেশন ডিলারের বাড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছেন স্থানীয় মানুষ। একই পরিস্থিতি চলছে খাস কলকাতাতেও। যেখানে সাধারণ মানুষ নীরবে যা পাচ্ছেন, নিয়ে নিচ্ছেন- সেখানেই প্রাপ্যর চেয়ে কম খাদ্যশস্য দিচ্ছেন রেশন ডিলাররা। দিচ্ছেন না ‘ডিউ শ্লিপ’-ও।
শুক্রবার, ১ মে দক্ষিণ কলকাতার ৯৮ নম্বর ওয়ার্ডের(বাঁশদ্রোণী এলাকা)মানুষ অভিযোগ তোলেন, তারা প্রাপ্য রেশন পাচ্ছেন না। তখন গণ আন্দোলনের কর্মী সৌম্য মণ্ডল এলাকার মানুষকে নিয়ে ডিলারের কাছে যান। ঘেরাওয়ের মুখে পড়ে ডিলার শনিবার অর্থাত ২ মে তারিখে বাকি রেশন দেবেন বলে কথা দেন। সেইমতো শনিবার সৌম্য মণ্ডল এলাকাবাসীদের নিয়ে রেশন দোকানে গেলে, স্থানীয় তৃণমূলকর্মীরা মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ। ওই অবস্থায় স্থানীয় মানুষ প্রতিরোধ গড়ে তুললেও নেতাজিনগর থানার পুলিশ সৌম্য মন্ডলকে থানায় নিয়ে যায়। বেশ কিছুক্ষণ বসিয়ে রাখার পর দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
জামিনে মুক্ত গণ আন্দোলন কর্মী সৌম্য মণ্ডলের সঙ্গে কলকাতার ৯৮ নং ওয়ার্ডের বস্তিবাসীদের কথোপকথন।
ছবি: প্রতীকী