Home খবর সংগঠন বাড়ায় ক্ষোভ? এনআরসি-এনপিআর প্রতিরোধ মঞ্চের সদস্যদের ওপর হামলা দক্ষিণ ২৪ পরগনায়
0

সংগঠন বাড়ায় ক্ষোভ? এনআরসি-এনপিআর প্রতিরোধ মঞ্চের সদস্যদের ওপর হামলা দক্ষিণ ২৪ পরগনায়

সংগঠন বাড়ায় ক্ষোভ? এনআরসি-এনপিআর প্রতিরোধ মঞ্চের সদস্যদের ওপর হামলা দক্ষিণ ২৪ পরগনায়
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: লকডাউনের মধ্যেই বৃহস্পতিবার কলকাতার লাগোয়া দক্ষিণ ২৪ পরগণা জেলার, বনহুগলি জয়কৃষ্ণপুর চিয়াড়ি অঞ্চলে এনআরসি এনপিআর প্রতিরোধ মঞ্চের সদস্যদের ওপর স্থানীয় দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। মঞ্চের কয়েকজন সদস্য এদিন যখন তাদের বাগানে কাজ করছিলেন, সেই সময় স্থানীয় দুষ্কৃতীরা দল বেঁধে এসে তাদের মারধর করে। তারপর কয়েকজন সদস্যের বাড়ি বাড়ি গিয়ে প্রাণনাশেরও হুমকি দিয়েছে। লকডাউনের জেরে চারদিকে পুলিশ পাহাড়া থাকায় থানায় গিয়ে অভিযোগ জানানো সম্ভব না বলে দাবি মঞ্চের অন্যতম সংগঠক নাসের কাঁঠালের। ওই দুষ্কৃতীরা শাসক দলের ঘনিষ্ঠ বলেও অভিযোগ নাসেরের। সব মিলিয়ে তারা সন্ত্রস্থ হয়ে রয়েছেন।

নাসের কাঁঠালের দাবি, গত কয়েক মাস ধরেই এনআরসি এনপিআর প্রতিরোধ মঞ্চ এবং এলাকার মাচা কমিটি, এলাকার জমি মাফিয়া রিয়াজুল পেয়াদা ওরফে রাজু পেয়াদা ও তার সাঙ্গাপাঙ্গোদের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন করছে। এই রাজু পেয়াদা দীর্ঘদিন ধরে এলাকায় নানারকম বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে। একাধিক পুকুর ভরাট থেকে শুরু করে খাস জমি দখল। ২০১৪ সালে তার এরমই এক বেআইনি কাজের বিরুদ্ধে এলাকার মানুষ প্রতিবাদ করায় রাজু পেয়াদা তার গুন্ডাবাহিনী নিয়ে প্রতিবাদীদের উপর আক্রমণ করে। তখন এলাকার মানুষ থানায় অভিযোগ দায়ের করলেও বিশেষ লাভ হয় না। আবার রাজু পেয়াদা তাদের ২০১৫তে আক্রমণ করে তখনো প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে। তারপরেও রিয়াজুলের দলবলের পক্ষ থেকে বিভিন্ন সময় হুমকি মারধর চলতে থাকে।  কিন্তু মঞ্চের সদস্যদের আন্দোলনের ফলে রিয়াজুল কিছুটা কোণঠাসা হয়ে পড়াতেই এদিন ফের মারধরের ঘটনা ঘটল।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকায় এনআরসি বিরোধী আন্দোলনে বেশ কিছুটা জনসমর্থন আদায় করেছে এনআরসি-এনপিআর প্রতিরোধ মঞ্চ। পাশাপাশি লকডাউনের মধ্যে মঞ্চ ত্রাণবিলির কাজও করেছে। মঞ্চের জনপ্রিয়তা বৃদ্ধিতে কিছুটা আশঙ্কিত এলাকার ক্ষমতাশালী রাজনৈতিক মহল।  

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *