সুরাটে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ, ভিডিও
স্থায়ী উপার্জনের মধ্যবিত্ত-উচ্চ মধ্যবিত্ত শ্রেণি যতই বেশি বেশি করে লকডাউনের পক্ষে সওয়াল করছে, ততই দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে শ্রমজীবী জনতার। তারই প্রমাণ মিলল শুক্রবার রাতের সুরাটে। বাড়ি ফেরার দাবিতে সেখানে বিক্ষোভ দেখিয়ে গাড়ি ভাঙচুর করলেন পরিযায়ী শ্রমিকরা। করলেন অগ্ন সংযোগও।
Post Views:
446