Home খবর করোনা-পরিস্থিতিতে বেশ কিছু ভুয়ো খবর ছড়িয়েছে গত কয়েকদিনে, জেনে নিন সত্যিগুলো

করোনা-পরিস্থিতিতে বেশ কিছু ভুয়ো খবর ছড়িয়েছে গত কয়েকদিনে, জেনে নিন সত্যিগুলো

করোনা-পরিস্থিতিতে বেশ কিছু ভুয়ো খবর ছড়িয়েছে গত কয়েকদিনে, জেনে নিন সত্যিগুলো
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: করোনা-লকডাউন পরিস্থিতিতে ভুয়ো খবরের মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর বেশ কিছু ঘটনা গত কয়েকদিনে সামনে এসেছে। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে ভুয়ো খবর কমানোর জন্য মঙ্গলবার হোয়াটসঅ্যাপ তাদের ‘মেসেজ ফরওয়ার্ড’ নীতিতে পরিবর্তন করেছে।
আমরা এই প্রতিবেদনে সাম্প্রতিক কালে ভাইরাল হওয়া কিছু ভুয়ো খবরের উল্লেখ করব এবং প্রকৃত ঘটনাটি কী ছিল, তা জানবো।

ভুয়ো খবর ১- একজন মুসলিম ফল বিক্রেতা তার বিক্রির মালে থুতু লাগাচ্ছে করোনা ভাইরাস ছড়াবার জন্যে।

ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের রাইসেন অঞ্চলে এবং এটি ফেব্রুয়ারি মাসের প্রথমদিকের ঘটনা। তখনও এ দেশে এই ভাইরাস সম্পর্কে রাষ্ট্র ও জনগণ কোনো তরফেই সচেতনাতা ছিল না। যদিও প্রমাণিত হয়েছে ,ওই ব্যাক্তিটির কিছু মাথার গালমাল থাকার দরুণ উনি ওই রকম ভাবে ফল গুনছিলেন। থুতু লাগানো তার উদ্দেশ্য ছিলনা। রাইসেনের পুলিশ আধিকারিক এই ঘটনার বিবৃতি দিয়ে বলছেন, এক্ষেত্রে ভয়ের কিছু নেই এবং তিনি এও আশ্বস্ত করেছে রাইসেনে কোনো covid-19 এর কেস নতিভুক্ত হয়নি।

বিঃ দ্রঃ https://www.altnews.in/viral-video-of-muslim-vendor-licking-fruits-is-from-mps-raisen-falsely-linked-with-spreading-coronavirus/

ওই ব্যাক্তির মেয়ের জবানবন্দি- https://vimeo.com/403948800

ভুয়ো খবর ২- মুসলিমরা থালা-বাসন চেটে করোনা ভাইরাস ছড়াচ্ছে ।

ঘটনাটির প্রচার হয়েছিল ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত চিনা মুসলিম বিহারের কোনো এক মসজিদে বসে এইরকম ভাবে খাবারের থালা-বাসন চেটে করোনা ভাইরাস ছড়াচ্ছে। খবরটি খতিয়ে দেখার পর জানা গেছে যে এটি ২০১৮ সালের ভিডিও এবং যাদেরকে এই ছবিতে দেখান হচ্ছে তারা Daana(graind) কমিটির Dawoodi Bohra সেক্টরের সদস্য। Dawoodi Bohra-রা সিয়া ইসলাম সম্প্রদায়ের মধ্যে পরে। খাবার খেয়ে এনারা এরকম ভাবেই সেই পাত্রগুলিকে ধোবার আগে চেটে পরিস্কার করে। এটা তাদের মধ্যে প্রচলিত একটি প্রথা, এখানে তাদের উদ্দেশ্য এক বিন্দুও খাবার নষ্ট না করবার। সুতরাং এখানে করোনা ভাইরাস ছড়াবার গল্পটি নিতান্তই প্ররোচনা ।

এরকম একি ভিডিও আপলোড হয়েছিলো ১ বছর আগে, দেখবার জন্যে এই লিঙ্ক-এ ক্লি করুন https://vimeo.com/282586776

বিঃ দ্রঃ https://www.altnews.in/old-unrelated-video-shared-as-muslims-licking-utensils-to-spread-coronavirus-infection/

জাল খবর ৩- মুসলিমরা একসাথে হাঁচি দিয়ে করোনা ভাইরাস ছড়াচ্ছে।

অনেকেই এই ঘটনাটি দিল্লির নিজামুদ্দিন মসজিদের ঘটনা বলে সোশাল মিডিয়াতে ছড়িয়েছিল। ভিডিও-টি প্রথম আপলোড হয়েছিল ১৩ জানুয়ারি পাকিস্থানি সোশাল মিডিয়াতে এই একই উদ্দেশ্যে। এখানে দ্রষ্টব্য বিষয় ৩১ জানুয়ারিতে ভারতবর্ষে প্রথম করোনা ভাইরাসের কেস সামনে আসে। পরে ভারতবর্ষে এটি ৩১ মার্চ-এর মধ্যে ভাইরাল হয়েযায় ।
ভিডিওটি যাচাই করবার পর জানা যায় এটি “zikr” নামে একটি বিশেষ আরাধনার প্রথা যা সুফি সম্প্রদায় পালন করে থাকেন এবং এটি একটি পুরনো ভিডিও।

“Zikr” সম্পর্কে আরও জানতে এই লিঙ্ক-এ ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=ih395-JcvQo&feature=emb_logo
বিঃ দ্রঃ https://www.altnews.in/video-of-sufi-ritual-falsely-viral-as-mass-sneezing-in-nizamuddin-mosque-to-spread-coronavirus-infection/

জল খবর ৪- করাচিতে হিন্দুদের রেশন দেওয়া হচ্ছে না।

খবরটি আসলে Rehri Goth-এর ঘটনা, সেখানে যে খাদ্য বরাদ্দ করা হয়েছিলো তা ফুরিয়ে যায়, এবং তাতে ওই অঞ্চলের সকল বাসিন্দাকেই সাময়িক অসুবিধেয় পড়তে হয়। এই ঘটনার স্বরূপ উৎঘাটিত করে পাকিস্থানের একটি সংবাদপত্র The News International-এ।
বিঃ দ্রঃ https://www.thenews.com.pk/print/637723-no-evidence-supports-indian-news-agency-s-baseless-story-claiming-hindus-denied-rations-in-karachi?fbclid=IwAR2VS9avOuywXGZkq7Bs18cMpSyj2xxq60T78nw4qDWapdvg97U6hnB__eI

জাল খবর ৫- মুসলিম ব্যাক্তি একজন পুলিশকে থুতু দিয়ে করোনা ভাইরাস ছড়াচ্ছে কোয়ারান্টাইন থেকে বাঁচতে।

খবরটি ভাইরাল হয় এই উল্লেখিত হয়ে যে, এই ব্যাক্তিটির সঙ্গে আরও ১৪৪ জনকে নিজামুদ্দিন থেকে তুলে আনা হয়েছিলো কোয়ারান্টাইন-এ পাঠাবার জন্যে। PTI-এর সুত্রে এটি জানানো হয় যে এটি আদপে মহারাষ্ট্রের থানের ঘটনা। যেখানে পুলিশ ওই ব্যক্তিকে খাবার দিতে না চাওয়ায় ওই ব্যক্তি পুলিশকে থুতু ছেটায়। তাদের কিছু অসদাচরনের জেরে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল । পরে BBC-হিন্দিও এই ঘটনার সত্যতা প্রমাণ করে। সুতরাং এই ঘটনার সাথে covid-19-এর কোনও সম্পর্ক নেই।

বিঃ দ্রঃ https://www.news18.com/news/buzz/muslims-spitting-on-food-hiding-in-mosques-to-spread-coronavirus-beware-of-these-8-fake-news-stories-2565483.html

জাল খবর ৬- এক মুসলিম পুলিশ এক হিন্দু পুরোহিতকে ধরে বেধড়ক মারছে।

Rewa-তে রামনবমী এর দরুন একটি মন্দিরে ভক্তদের সমাগম হয়, ওখানকারই এক পুরোহিতকে লক ডাউন এর নিয়ম ভাঙায় পুলিশ ইন্সপেক্টর তাকে মারছিলেন। জাল খবরটিতে পুলিশটির নাম আবিদ খান বলা হয়েছিলো কিন্তু আদপে তার নাম ছিল রাজকুমার মিশ্রা।

Rewa-এর IG এর সত্যতা তুলে ধরেন।
IG Rewa-এর ফেসবুক পেজঃ https://www.facebook.com/permalink.php?story_fbid=155725259239738&id=105038100975121

বিঃ দ্রঃ https://www.altnews.in/police-action-on-temple-priest-flouting-lockdown-in-madhya-pradesh-falsely-communalised/

জাল খবর ৭- ভারতবর্ষের একটি রেস্টুরেন্টের এক মুসলিম কর্মী খাবারে থুতু দিয়ে করোনা ভাইরাস ছড়াচ্ছে।

আসলে ভিডিওটি অনেক পুরনো এবং ভারতবর্ষের বাইরের বলে প্রমাণিত হয় এবং এই ব্যাক্তিটি যেটি করছিলেন সেটি হল, পাঁপর প্লাস্টিকের প্যাকেটে পুরে স্বাভাবিক নিয়মে মুখ দিয়ে তাতে হাওয়া ভোরে ক্রেতাদের দিচ্ছিলেন। এখানে খারাপ কোনো উদ্দেশ্য নেই বলে সংযুক্ত আরব আমিরশাহি এবং সিঙ্গাপুরের সরকার ছাড়পত্র দেন, যেহেতু এই সকল দেশেও এটি ভাইরাল হয়েছিলো।

বিঃ দ্রঃ https://www.altnews.in/old-video-falsely-viral-as-muslim-man-spitting-on-food-at-indian-restaurant-in-the-backdrop-of-coronavirus-pandemic/

জাল খবর ৮- ইরান এবং ইতালির কিছু covid-19 পজিটিভ মুসলিম বিহারের পাটনায় লুকিয়ে আছে।

খবরটি ভাইরাল হয়েছিলো যে ৫০ জন ইতালিও এবং ইরানিয়ান মুসলিম বিহারের পাটনায় কুরজি মসজিদের ভেতর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লুকিয়ে আছে, এমনকি তারা কোনো প্রকার টেস্টও করতে চাইছে না।
কিন্তু সত্য ঘটনাটি হল এনারা সাকুল্যে মোট ১২ জন ব্যাক্তি ছিলেন, যাদের মধ্যে ১০ জন কিরঘিস্তানের বাসিন্দা এবং ২ জন ওই অঞ্চলের এবং এরা ৩০ জানুয়ারির আগে এখানে আসেন এবং পরে তাদের মেডিকেল রিপোর্টেও covid-19 নেগেটিভ এসেছিল।

বিঃ দ্রঃ https://www.hindustantimes.com/india-news/kyrgyzstan-nationals-test-negative-belying-speculations-of-jamaat-links/story-YAUxjarBzilweehuZRFveM.html

https://www.facebook.com/story.php?story_fbid=143504737193534&id=110179383859403

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *