লকডাউনে কেমন আছেন শ্রমজীবীরা- ৩? ভিডিও
দেশজুড়ে চরম দুর্দশায় পরিযায়ী শ্রমিকরা। ৪ ঘণ্টার নোটিশে প্রধানমন্ত্রীর করোনা লকডাউন গভীর সংকটে ফেলে দিয়েছে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমজীবী মানুষদের। তাদের নিয়ে আলোচনা এখন গোটা দেশে। তবে শুধু তারাই নন, সার্বিক ভাবে লকডাউনে বেঁচে থাকাই মুশকিল হয়ে পড়েছে অসংগঠিত শ্রমিক শ্রেণির। করোনার দিনগুলিতে কেমন রয়েছেন বাংলার মেহনতি মানুষ। আমরা খোঁজ রাখছি।
আরও দেখুন: লকডাউনে কেমন আছেন শ্রমজীবীরা- ২? ভিডিও
Post Views:
334