‘সামাজিক দূরত্ব’ তৈরি করে শ্রমজীবী মানুষের ঐক্য ভাঙা যাবে না, ছবির গ্যালারি
![‘সামাজিক দূরত্ব’ তৈরি করে শ্রমজীবী মানুষের ঐক্য ভাঙা যাবে না, ছবির গ্যালারি](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/corona-2.jpg)
পিপলস ম্যাগাজিন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে প্রয়োজন, অচেনা -কমচেনা মানুষের সঙ্গে অন্তত ১ মিটার শারীরিক দূরত্ব বজায় রাখা।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/agriculture.jpg)
দুনিয়ার মধ্যবিত্ত ও উত্ত মধ্যবিত্ত শিক্ষিত মানুষ সেই প্রয়োজনীয়তাকে সোশাল ডিসট্যান্সিং বা ‘সামাজিক দূরত্ব’ নামে চিহ্নিত করেছেন।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/construction.jpg)
ব্যক্তিকেন্দ্রিক ভোগবিলাসময় জীবনে অভ্যস্ত ওই শ্রেণি এমনিতেই সমাজের সঙ্গে দূরত্ব বজায় রেখে ছোটো গণ্ডিতে মেলামেশা করেন। তাদের সেই জীবনচর্যাই ছাপ ফেলেছে ওই শব্দ চয়নে।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/data-tola.jpg)
ওই শব্দবন্ধ বাছাইয়ের সঙ্গে জড়িয়ে আছে প্রতিক্রিয়াশীল রাজনীতিও।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/fishery.jpg)
করোনা-আতঙ্ককে কাজে লাগিয়ে শ্রমজীবী মানুষের সংঘবদ্ধতাকে ভাঙার কৌশল হিসেবেও কাজ করছে ওই শব্দবন্ধটি।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/khadan.jpg)
কিন্তু উৎপাদনের জন্য সংগ্রামের মধ্যে দিয়েই শ্রমজীবীরা শিখে নেয় শারীরিক দূরত্ব বজায় রেখেও সামাজিক সংহতি বজায় রাখার কৌশল।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/mining.jpg)
সেখানে শারীরিক দূরত্ব, শ্রমের সামাজিকীকরণে কোনো বাধা তৈরি করতে পারে না।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/tailor.jpg)
আমাদের এই ছবির গ্যালারি সামাজিক উৎপাদনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরার চেষ্টা, যেখানে শারীরিক দূরত্ব উৎপাদন প্রক্রিয়ার অংশ।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/tea.jpg)
#জনতা_জানে শারীরিক দূরত্বের মানে। সাম্রাজ্যবাদের ভাইরাস মেহনতি মানুষের ঐক্য ভাঙতে করোনাকে কাজে লাগাতে পারবে না।
ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত