লকডাউনে কেমন আছেন শ্রমজীবীরা- ১? ভিডিও
কেন্দ্রীয় ও রাজ্য সরকার লকডাউনের পরিস্থিতিতে শ্রমজীবী ও গরিব মানুষের জন্য বেশ কিছু ঘোষণা করেছেন। কিন্তু সেগুলো এখনও কার্যকর হয়নি। দেশের শ্রমজীবী জনতার কতজনের কাছে সেসব পৌঁছবে, তাও এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। কেমন আছেন তাঁরা এই করোনা- সময়ে।
Post Views:
493