ছত্তীসগঢ়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে হত ১৭ জওয়ান
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স ও অত্যাধুনিক কোবরার যৌথ বাহিনী মাওবাদী দমনে বেরিয়েছিল শনিবার দুপুরে। বাহিনীতে ছিল দেড়শোরও বেশি জওয়ান। দুপুর একটা থেকে বিকেল পর্যন্ত একটানা যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে মাওবাদীদের এক নম্বর ব্যাটেলিয়নের। বাহিনীর প্রধানদের দাবি ওই ব্যাটেলিয়নের নেতৃত্বে আছেন মাদভি হিদমা।
আরও পড়ুন: শ্রমজীবীদের সুরক্ষা না দিয়ে লকডাউনের পথে হাঁটলে করোনার পর আসবে অনাহারজনিত মহামারি
ছচ্চীসগঢ়ের সুকমা জেলার ছিন্তাগুফা অঞ্চলের কোরাজগুডা পাহাড়ের কাছে ওই সংঘর্ষের পর বাহিনী শিবিরে ফিরলে দেখা যায় কয়েকজন নিখোঁজ। ১৪ জন গুরুতর জখম। জখমদের চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে যাওয়া হয়।
রবিবার সকালে নিখোঁজদের খুঁজতে বিশাল বাহিনী জঙ্গলে যায়। তখনই ১৭ জন জওয়ানের দেহ মেলে। ১৫টি অস্ত্রের খোঁজ মেলেনি, যার মধ্যে ১০টি এ কে ফরটি সেভেন।
নিরাপত্তা কর্তাদের দাবি, মাওবাদীদের ব্যাটেলিয়নে প্রায় ৩০০ জন ছিল।
২০১৭ সালের ২৪ এপ্রিলের পর ছত্তীসগঢ়ে এত বড়ো মাওবাদী হামলার ঘটনা ঘটেনি। সেবার ২৫জন জওয়ানের মৃত্যু হয়েছিল।