সিএএ-এনআরসি প্রতিরোধে কলকাতার জাকারিয়া স্ট্রিটে ৭ ঘণ্টা ব্যাপী অভিনব সাংস্কৃতিক সন্ধ্যা, ভিডিও
![সিএএ-এনআরসি প্রতিরোধে কলকাতার জাকারিয়া স্ট্রিটে ৭ ঘণ্টা ব্যাপী অভিনব সাংস্কৃতিক সন্ধ্যা, ভিডিও](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/cover.jpg)
পিপলস ম্যাগাজিন ডেস্ক: এনআরসি-এনপিআর প্রতিরোধ মঞ্চ ও স্থানীয় মানুষদের আয়োজনে ‘ফ্যাসিবাদকে চূর্ণ কর’ শীর্ষক এক সাংস্কৃতিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল কলকাতার জাকারিয়া স্ট্রিটে। রবিবার, ১৫ মার্চ বিকেল চারটে থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত চলল সাংস্কৃতিক অনুষ্ঠান।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/crowd-4-1024x576.jpg)
স্থানীয় মানুষের বিপুল ভিড় বজায় ছিল অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/crowd-2.jpg)
দলবেঁধে হাজির ছিলেন শহরের অন্যপ্রান্তের দর্শকরাও।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/crowd-1.jpg)
দেশজুড়ে চলতে থাকা সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের গতিপ্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে সারাক্ষণই দর্শকাসনে ছিলেন বহু মহিলা।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/03/crowd-3.jpg)
এনআরসি-এনপিআর প্রতিরোধ মঞ্চের তরফে সভায় বক্তব্য রাখেন সোমপ্রকাশ চক্রবর্তী। তিনি বলেন, মুসলমানদের বিরুদ্ধে আইন তৈরি হয়েছে বলে, তাদের পাশে দাঁড়াতে তাঁরা এই অনুষ্ঠান করছেন না। সোমপ্রকাশের মতে, এনআরসি আসলে জাতি-ধর্ম নির্বিশেষে মেহনতি মানুষকে সস্তা শ্রমিক বানানোর ছক। সেই ছককে রুখে দিতেই হাতে হাত মিলিয়ে লড়াই জরুরি।
বহু সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তির গান, আবৃত্তি, নাটকে এদিন সরগরম ছিল অনুষ্ঠান মঞ্চ। ছিল লাল লণ্ঠন, লাল-অন, আহ্বান, কাউন্টার এরা, স্ফূলিঙ্গ, জনগণমন প্রভৃতি সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন অসীম গিরি ও অন্যান্য শিল্পীরা।
লাল লণ্ঠনের অনুষ্ঠানের ঝলক।
Tu zinda he
NRC NPR প্রতিরোধ মঞ্চ द्वारा इस दिन पोस्ट की गई रविवार, 15 मार्च 2020
জনগণমনর অনুষ্ঠানের ঝলক।
জন গণ মন
NRC NPR প্রতিরোধ মঞ্চ द्वारा इस दिन पोस्ट की गई रविवार, 15 मार्च 2020
আহ্বান গোষ্ঠীর অনুষ্ঠানের ঝলক।
NRC NPR প্রতিরোধ মঞ্চ द्वारा इस दिन पोस्ट की गई रविवार, 15 मार्च 2020
স্ফূলিঙ্গর অনুষ্ঠানের ঝলক।
#স্ফুলিঙ্গ" র প্রোগ্রাম।#জাকারিয়া_স্ট্রিট
NRC NPR প্রতিরোধ মঞ্চ द्वारा इस दिन पोस्ट की गई रविवार, 15 मार्च 2020