জঙ্গলমহলে সিএএ-এনআরসির বিরুদ্ধে মাওবাদী পোস্টার
পিপলস ম্যাগাজিন ডেস্ক: এবার পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে এনআরসির বিরুদ্ধে মাওবাদীদের পোস্টার পড়ল। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার আমলাশুলি বাজার এলাকায় বুধবার সকালে পোস্টারগুলি দেখতে পাওয়া যায়। পুলিশ পোস্টারগুলি তুলে নিয়ে যায়। লালগড় আন্দোলনের দিনগুলিতে নিয়মিতই মাওবাদী কার্যকলাপে খবরের শিরোনামে থাকত আমলাশুলি।
সিপিআই(মাওবাদী)-র নামে লেখা পোস্টারগুলির বয়ানে রয়েছে,‘সারা দেশজুড়ে এনআরসি বিরুদ্ধে চলা জনগণের প্রতিরোধকে লাল সেলাম’, ‘ফ্যাসিবাদী বিজেপি আরএসএসের সস্তা শ্রমিক বানানোর চক্রান্তকে ধ্বংস করুন’ ইত্যাদি।স্থানীয় মানুষের থেকে জানা গেছে হাটের রাস্তা, কান্তোর মোড়ের রাস্তায় পোস্টারগুলি মেলে।
এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, কিছুদিন আগেই ওই অঞ্চলে তারা বড়ো মিছিল করেছেন। তাতে আতঙ্কিত হয়েই তৃণমূল ওই পোস্টারগুলি মেরেছে। তৃণমূল কংগ্রেস অবশ্য জানিয়েছে, তারা ওই পোস্টার-কাণ্ডের সঙ্গে যুক্ত নয়।পুলিশের বলছে, ওই পোস্টারগুলি মাওবাদীদের লেখা নয়। কে বা কারা এই পোস্টার দিয়েছে তার তদন্ত শুরু হয়েছে।
ছবি ও খবরের সূত্র: আনন্দবাজার ডট কম