সুপ্রিম কোর্টের অবস্থান বুঝে বিধানসভায় সিএএ-বিরোধী প্রস্তাব পাসের ইঙ্গিত মমতার
পিপলস ম্যাগাজিন ডেস্ক: কেরল, পঞ্জাবের পর সিএএ-বিরোধী প্রস্তাব পাস হতে চলেছে রাজ্য বিধানসভায়। সোমবার এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উড়ে যাওয়ার আগে তিনি বলেন, ‘তিন-চার দিনের মধ্যেই’ সিএএ বিরোধী প্রস্তাব পাস হবে বিধানসভায়। এ নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভায় ‘সিএএ প্রত্যাহার করতে বলে’ প্রস্তাব পাস করা হবে।
তবে মুখ্যমন্ত্রীর ‘তিন-চার দিনের মধ্যে’ প্রস্তাব পাস করার কথায় একটা ইঙ্গিত রয়েছে। সিএএ অসাংবিধানিক- এই বক্তব্য জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলার শুনানি আগামী ২২ জানুয়ারি। তিঈন-চার দিনের মধ্যে সেই দিনটিও পেরিয়ে যাবে। ফলে এ বিষয়ে শীর্ষ আদালত কী অবস্থান নেয়, তাও দেশবাসী ততদিনে জেনে যাবে।
বোঝাই যাচ্ছে সুপ্রিম কোর্টে শুনানির তারিখ মাথায় রেখেই বিধানসভায় প্রস্তাব পাসের দিক্ষণ ঠিক করছে রাজ্য সরকার।