ভিরাসমের সাধারণ সম্পাদক অধ্যাপক কাসিম গ্রেফতার, ভিডিও
পিপলস ম্যাগাজিন ডেস্ক: হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের তেলেগু সাহিত্যের অধ্যাপক কাসিমকে দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গ্রেফতার করে তেলেঙ্গনা পুলিস। মাত্র দিন কয়েক আগেই সে রাজ্যের বিপ্লবী লেখক সংগঠন ভিরাসমের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ঐতিহাসিক রেভলিউশনারি রাইটার্স অ্যাসোসিয়েশনের পঞ্চাশ বছর পূর্তি সম্মেলনে ওই দায়িত্ব আসেন তিনি। অধ্যাপক কাসিমের গ্রেফতারি নিয়ে পিপলস ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন।
Post Views:
409