কেন্দ্রের এনপিআর বৈঠকে উপস্থিত থাকল পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্য
পিপলস ম্যাগাজিন ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের সঙ্গে এনআরসি-কে জুড়ে দেওয়ার বিরুদ্ধে দেশ জুড়ে চলতে থাকা আন্দোলনের মধ্যেই এনপিআর নিয়ে সব রাজ্যের সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এপ্রিল থেকে এনপিআর চালু করা ও ২০২১-এর জনগণনার জন্য সব রাজ্যের সহযোগিতা চাইতেই ওই বৈঠক বলে জানা গেছে। এনআরসি-র যারা বিরোধিতা করছেন, তাদের দাবি এনপিআর আসলে এনআরসি-র প্রথম ধাপ।
এনপিআর করা হবে না বলে এর আগেই জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ ও কেরল। কিন্তু এদিনের বৈঠকে কেরল হাজির থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধি যাননি।
এদিনের বৈঠকে যে রাজ্য থাকবে না, তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেছিলেন, রাজ্য সরকার গোপনে প্রতিনিধি পাঠাচ্ছে। প্লেনের টিকিটের বিস্তারিত তথ্যও তাদের হাতে রয়েছে বলে জানান সেলিম। যদিও শেষপর্যন্ত তেমন কিছু হয়নি। অন্যদিকে কেরল সরকারের বৈঠকে অংশগ্রহণ প্রসঙ্গে সিপিএমের বক্তব্য, এটি মূলত জনগণনা সংক্রান্ত বৈঠক। কেন্দ্র তার সঙ্গে এনপিআর-কে যুক্ত করেছে।