মোদি ফিরে যেতেই বিজেপির পার্টি অফিসে আগুন, অভিযোগের তির তৃণমূলের দিকে
![মোদি ফিরে যেতেই বিজেপির পার্টি অফিসে আগুন, অভিযোগের তির তৃণমূলের দিকে](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/01/bjp-office.jpg)
পিপলস ম্যাগাজিন ডেস্ক: রবিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সফর সেরে ফিরেছেন। তারপরই রাতে আসানসোলের সালানপুরে বিজেপির পার্টি অফিসে আগুন লাগানো হল। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ওই কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Asansol: A BJP office in Salanpur village was set ablaze last night. BJP has alleged that TMC is behind the incident. Police has begun investigation. #WestBengal pic.twitter.com/wlYdr2qAle
— ANI (@ANI) January 13, 2020
বিজেপি নেতা গোপাল রায়ের দাবি, এলাকায় বিজেপির প্রভাব বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে এই কাজ করেছে তৃণমূল। রবিবার তারা সেখানে গরিবদের কম্বল দানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে বিপুল সাড়া পেয়েছেন তারা। তার জেরেই ওই পার্টি অফিসে আগুন লাগিয়েছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: ‘বিহারে সিএএ-এনআরসি হবে না’, ঘোষণা করে চমক দিলেন প্রশান্ত কিশোর
অন্যদিকে তৃণমূল নেতা হরেরাম তিওয়ারি বলেছেন, আগুন লাগানোর ঘটনা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল। তার দাবি, বিজেপির পার্টি অফিসের ভেতর মদ্যপান সহ নানা অনৈতিক ও বেআইনি কাজ হয়। তাতে বিজেপি কর্মীদের একাংশ বিরক্ত।