Home খবর ৩০০০ সিএএ-প্রতিবাদীদের ওপর থেকে দেশদ্রোহিতার মামলা তুলে নিল ঝাড়খণ্ড সরকার

৩০০০ সিএএ-প্রতিবাদীদের ওপর থেকে দেশদ্রোহিতার মামলা তুলে নিল ঝাড়খণ্ড সরকার

৩০০০ সিএএ-প্রতিবাদীদের ওপর থেকে দেশদ্রোহিতার মামলা তুলে নিল ঝাড়খণ্ড সরকার
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল করার জন্য ৩০০০ প্রতিবাদীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করেছিল ঝাড়খণ্ড সরকার। সেই মামলা তুলে নেওয়া হয়েছে বলে জানাল ঝাড়খণ্ড সরকার।

আরও পড়ুন: পড়ুয়াদের বিক্ষোভে বিশ্বভারতীতে ৬ ঘণ্টা আটকে থাকলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত

মঙ্গলবার সন্ধ্যায় ধানবাদ জেলার ওয়েসিপুর এলাকার আরা মোড় থেকে রণধীর ভার্মা চক পর্যন্ত সিএএ-র বিরুদ্ধে মিছিলে সামিল হয়েছিলেন প্রায় ৪০০০ মানুষ। জেলা কর্তৃপক্ষের বক্তব্য ছিল, মিছিলকারীরা অনুমতি নেননি। তাই তাদের বিরুদ্ধে ১১টি ধারায় মামলা করা হয়। তার মধ্যে ১২৪এ ধারাও ছিল। যা দেশদ্রোহিতার অভিযোগ। সাত জনের নামে ৩০০০ জন বেনামি ব্যক্তির বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করা হয়।

বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন জানান, মিছিলকারীদের ওপর থেকে দেশদ্রোহিতার মামলা তুলে নেওয়া হয়েছে। হেমন্তের বক্তব্য, “জনগণকে ভয় দেখানো ও নীরব করে রাখার জন্য আইন তৈরি হয়নি, মানুষের মনে নিরাপত্তাবোধ তৈরি করাই আইনের কাজ”। “আমার সরকার মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাবে”। এই মর্মে সরকারি আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়ে গিয়েছে বলে দাবি ঝাড়খণ্ডের নব নির্বাচিত মুখ্যমন্ত্রীর।

অন্যদিকে মিছিলকারীদের বক্তব্য, তারা অনেক দিন আগে থেকেই মিছিলের অনুমতি চেয়ে জেলা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন কিন্তু শেষদিন পর্যন্ত লিখিত অনুমতি আসেনি। গণতান্ত্রিক দেশে তাদের মিছিল করার অধিকার আছে মনে করেই প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেননি তারা।

এদিনের মিছিলে মূল শ্লোগান ছিল হিন্দু-মুসলিম ঐক্য ও ‘আজাদি’।   

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *