পাথালগড়ি আন্দোলনের সঙ্গে যুক্ত আদিবাসীদের বিরুদ্ধে সব দেশদ্রোহিতার মামলা তুলে নিল ঝাড়খণ্ড সরকার
পিপলস ম্যাগাজিন ডেস্ক: শপথ নেওয়ার কিছু পরেই মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্তে পাথলগড়ি আন্দোলনের সঙ্গে যুক্ত সব আদিবাসীদের ওপর থেকে দেশদ্রোহিতার মামলা তুলে নিল ঝাড়খণ্ডের হেমন্ত সরেন সরকার। শুধুমাত্র খুঁটি জেলাতেই ১০ হাজার আদিবাসীকে দেশদ্রোহিতায় অভিযুক্ত করা হয়েছিল। গোটা রাজ্যে মামলা ছিল ৩০ হাজার আদিবাসীর বিরুদ্ধে। এছাড়া পূর্বতন বিজেপি সরকারের ছোটোনাগপুর ও সাঁওতাল পরগনা প্রজাস্বত্ব আইন পরিবর্তন করার চেষ্টার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিলেন, তাদের ওপর থেকেও মামলা প্রত্যাহার করা হয়েছে।
২০১৭-১৮ সালে ঝাড়খণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে পাথলগড়ি আন্দোলন। বহু গ্রামের সামনে পাথরের ফলকে পঞ্চায়েত আইনের কয়েকটি লাইন লিখে দেওয়া হয়। আদিবাসী গ্রামগুলি গ্রামসভাকেই সার্বভৌম বলে ঘোষণা করে। বলা হয় রাষ্ট্রের সঙ্গে আদিবাসী গ্রামগুলির কোনো সম্পর্ক নেই। বিজেপি সরকার আদিবাসীদের জমি দখল করতে চায়, এমন অভিযোগের ভিত্তিতেই গড়ে উঠেছিল এই আন্দোলন।
মামলা তুলে নেওয়ার পাশাপাশি রাজ্যের সব জেলায় বিচার বিভাগে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরেন সরকার। শিশু ও মহিলাদের বিরুদ্ধে ঝুলে থাকা যাবতীয় মামলা ফার্স্ট ট্র্যাক আদালতে দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী ও পার্শ্ব শিক্ষকদের বকেয়া টাকাও মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন তারা।