২০১৯: প্রতিরোধে উত্তাল সারা পৃথিবী, ফটো গ্যালারি
নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে এখন উত্তাল ভারত। সত্যি বলতে, ২০১৯-এর শেষ পর্বে সারা পৃথিবীর মূল ধারায় যোগ দিল আমাদের দেশ। বিক্ষোভ-প্রতিরোধের ধারা। এশিয়া-আফ্রিকা-লাতিন আমেরিকা-ইউরোপ, এমনকি কানাডাও এ বছর ফেটে পড়েছে লড়াইতে। সরকারি নানাসিদ্ধান্তের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, শ্রমিক শ্রেণির লড়াইতে, সাধারণ মানুষের জীবন-জীবিকার সংগ্রাম যেন মহাকাব্যার রূপ নিয়েছিল চলতি বছরে। ২০২০-টাও বিদ্রোহে আর প্রতিরোধে কাটুক, নিজেদের অধিকার অর্জনের নতুন দিগন্তের কাছে আরও একটু পৌঁছে যাক মেহনতি মানুষ- এই শুভেচ্ছা জানিয়েই বিদায় নিচ্ছে ২০১৯। দেখুন ফটো গ্যালারি।
কভারের ছবি: ফ্রান্সে শ্রমিক ধর্মঘট ও বিক্ষোভ
ছবি: সোশাল মিডিয়া থেকে
Post Views:
513