চেয়ারম্যান মাও সেতুঙের ১২৬তম জন্মদিনে পিপলস ম্যাগাজিনের শ্রদ্ধার্ঘ্য, ভিডিও
১৯৪৯ সালের ১ অক্টোবর মাও সে তুঙের নেতৃত্বে তৈরি হয়েছিল নয়া গণতান্ত্রিক চিন। মার্কসবাদে নির্ধারক বিকাশ ঘটিয়ে তিনি পিছিয়ে থাকা তৃতীয় বিশ্বের দেশে শ্রমিক শ্রেণির নেতৃত্বে কৃষি বিপ্লবের রণনীতি তৈরি করেছিলেন এবং তাকে জয়যুক্ত করেছিলেন। মার্কসবাদী দর্শনে যুক্ত করেছিলেন মৌলিক অবদান। এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের সংশোধনবাদী ক্রুশ্চেভ চক্রের বিরুদ্ধে চালিয়েছিলেন মতাদর্শগত সংগ্রাম। চিনের পার্টির নেতৃত্বে চলে যাওয়া বুর্জোয়াদের বিরুদ্ধে পরিচালিত করেছিলেন সাংস্কৃতিক বিপ্লব। এ সবই মার্কসবাদে তাঁর মহান অবদান। আন্তর্জাতিক সর্বহারার মহান নেতা মাও সেতুঙের ১২৬তম জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য।
Post Views:
586