ছাত্রছাত্রী-সাধারণ মানুষের মিছিলের আগুনে উজ্জ্বল বিশ্বভারতী
পিপলস ম্যাগাজিন ডেস্ক: দেওয়াল লিখন-পোস্টারিং-টোটো প্রচার-গান তৈরি চলছিল কিছুদিন ধরেই। এনআরসি-সিএএ বিরোধী মিছিলের প্রস্তুতি ছিল জোর কদমে। শেষ পর্যন্ত সোমবার অর্থাত মিছিলের দিন সকালে সিপিআইএম-এর ছাত্র সংগঠন এসএফআই সরে আসে পড়ুয়াদের উদ্যোগে হতে চলা এই মিছিল থেকে।
কিন্তু তাতে আটকায়নি কিছুই। সন্ধ্যায় পড়ুয়া-আশ্রমিক-শিক্ষক-স্থানীয় মানুষের মিছিল বিশ্বভারতীর উপাসনা গৃহ থেকে শুরু হয়ে মশাল মিছিল পৌঁছয় লজ মোড়ে।
পাঁচশোরও বেশি মানুষের ফ্যাসিবাদ বিরোধী শ্লোগানে, গানে সরগরম ছিল এদিনের বিশ্বভারতী।
আরও পড়ুন: নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় দেশে ফেরত পাঠানো হল জার্মান ছাত্রকে
Post Views:
454