Home খবর এনআরসি ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে সাইকেল র‍্যালি আসানসোলের ঠিকা শ্রমিকদের

এনআরসি ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে সাইকেল র‍্যালি আসানসোলের ঠিকা শ্রমিকদের

এনআরসি ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে সাইকেল র‍্যালি আসানসোলের ঠিকা শ্রমিকদের
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের শ্রম আইনে সংস্কার, সরকারি সম্পত্তির বেসরকারিকরণ, ঠিকা প্রথা, শ্রমিক ছাঁটাই ও এনআরসির প্রতিবাদে পথে নামলেন আসানসোল-দুর্গাপুর অঞ্চলের ঠিকা শ্রমিকরা।

গত ২০ তারি্খ দুর্গাপুরের গ্যামন ব্রিজ থেকে শুরু হয় সাইকেল র‍্যালি শেষ হয় ২২ তারিখ চিত্তরঞ্জনে এসে। পরে আসানসোলের আশ্রম মোড়ে একটি পথসভা ও মিছিল হয়। গোটা র‍্যালিটি মূলত চলে খনি অঞ্চলের মধ্যে দিয়ে।

কর্মসূচিতে অংশ নিয়েছিল চারটি সংগঠন। (আসানসোল-দুর্গাপুর) ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়ন, “º অল ওয়েস্টবেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন, কোলিয়ারি মজদুর ইউনিয়ন, সংগ্রামী-শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *