বাঘাযতীনে এনআরসি নিয়ে প্রতিবাদে বিজেপির বাঁশ নিয়ে হামলা, মারধর
পিপলস ম্যাগাজিন ডেস্ক: বাঘাযতীনের ব্লক মোড়ে একটি গণ সংগঠনের এনআরসি বিরোধী পথসভার শেষে সংগঠনের সদস্যদের ওপর হামলা চালাল বিজেপি। পথসভা শেষ হওয়ার পর সংগঠনের সদস্যরা দোকানে বসে চা খাচ্ছিলেন। সেই সময় তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে আটজন বিজেপি কর্মী। বাঁশ,লাঠি, রড নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। মুখে ‘জয় শ্রী রাম’ হুঙ্কার। আহত হন কয়েকজন। একজনের ক্যামেরা ভেঙে দেওয়া হয়। আক্রমণকারীদের একজনকে ধরে ফেলেন গণসংগঠনের কর্মীরা। তাকে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। (বিস্তারিত জানুন আমাদের ফেসবুক পেজে)
Post Views:
449