রাজ্যের নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদে বাংলাদেশের ছবি ব্যবহার করে প্রচার হিন্দুত্ববাদীদের
![রাজ্যের নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদে বাংলাদেশের ছবি ব্যবহার করে প্রচার হিন্দুত্ববাদীদের](https://peoplesmagazine.in/wp-content/uploads/2019/12/baby-pic.jpg)
পিপলস ম্যাগাজিন: “এটাই আজকের বাংলার মুখ। মনে রেখো। ‘প্রতিবাদী’দের সমর্থনে কথা বলার আগে এটা মনে রেখো। মনে রেখো, সমর্থনমূলক প্রতিটা অক্ষর উচ্চারণ করার মধ্য দিয়ে তুমি এই ধরনের প্রতিটি ঘটনাকে ন্যায্যতা দিয়ে দেবেন। যারা এগুলো করছে, তারা যেমন দানব, আপনিও তেমনই দানবে পরিণত হবেন”।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2019/12/baby-msg.jpg)
ওপরের ছবির নীচে এই কথাগুলো লিখে প্রচার চলছে। বার্তাটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। বার্তাটি টুইটারে প্রচারিত হয়েছে।
আরও পড়ুন: নতুন আইনে সত্যিই কি হিন্দুরা নাগরিকত্ব পাবেন? সত্যিটা বলতে পারছে না বিজেপি
The face of Bengal today.
— Phoenix The FireBird (@Andec_Tanker) December 14, 2019
Remember this. Remember this before you come out in support of the "protesters". And remember that with each syllable you utter to justify something like this, you become as much of a monster as the ones who did this. pic.twitter.com/bqSqV3ONud
প্রকৃতপক্ষে এটি গত ১২ নভেম্বর বাংলাদেশে ট্রেন দুর্ঘটনায় আহত এক শিশুর ছবি। উদয়ন এক্সপ্রেসের ওই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়।
@boomlive_in verify this pic. Is it from the latest violence of CAB? pic.twitter.com/jY21khIPp4
— Masroor (@masrooralam) December 15, 2019
চাঁদপুর জেলার হিমাচল উপজেলার বাসিন্দা ওই শিশুটি উদয়ন এক্সপ্রেসে তাঁর মা কাকালির সঙ্গে বাড়ি ফিরছিল। ঢাকা-চট্টগ্রাম রুটের মন্দভাগ স্টেশনে অন্য একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে উদয়ন এক্সপ্রেসের। তাতে শিশুটির মায়ের মৃত্যু হয়। ইয়ানডেস্ক(Yandex) -এ রিভার্স সার্চ করে বিষয়টি জানতে পেরেছে অল্টনিউজ ডট কম।
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2019/12/baby-news.jpg)
বর্তমানে ওই ছবিটি প্রচার করছে হিন্দুত্ববাদীরা। তাদের দাবি, পশ্চিমঙ্গে নাগরিকত্ব আইনের যারা প্রতিবাদ করছেন, এটা তাদেরই কাণ্ড।