চলতি অর্থবর্ষে স্কুলশিক্ষায় ৩০০০ কোটি টাকা বরাদ্দ কমানোর পথে মোদি সরকার
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ৫৬,৫৩৬.৬৩ কোটি টাকা বরাদ্দ হয়েছিল বিদ্যালয় শিক্ষার জন্য। কিন্তু অর্থবর্ষ শেষ হওয়ার চার মাস আগে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে ছোটোদের পড়াশোনা খাতে খরচ করার মতো যথেষ্ট টাকা নেই। তাই বরাদ্দর থেকে ৩০০০ কোটি টাকা কম খরচ করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ দফতর। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে একটি বৈঠকে সে কথা জানিয়েও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ক্রিস্টান ধর্মগুরুদের নেতৃত্বে কৃষকদের মিছিল, তোপ কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে ‘দ্য প্রিন্ট’। তবে সরকারি ভাবে মন্ত্রকের তরফে স্বীকার করা হয়নি এই খবর।
অর্থ মন্ত্রকের এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। কারণ উচ্চশিক্ষা দফতরের টাকা উপার্জনের উপায় থাকলেও স্কুল শিক্ষা দফতরের তেমন কিছু নেই। নিশঙ্ক তাই দফতরের অফিসারদের সঙ্গে নিয়ে অর্থ মন্ত্রেকর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন যাতে বরাদ্দ অনুয়ায়ী পুরো অর্থই মেলে। কিন্তু অর্থ মন্ত্রক থেকে কোনো আশার কথা এখনও শোনানো হয়নি।
মনে করা হচ্ছে, আগামী সপ্তাহেই এ বিষয়ে সরকারি ভাবে ঘোষণা করা হবে।