Home কৃষি ক্রিস্টান ধর্মগুরুদের নেতৃত্বে কৃষকদের মিছিল, তোপ কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে

ক্রিস্টান ধর্মগুরুদের নেতৃত্বে কৃষকদের মিছিল, তোপ কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে

ক্রিস্টান ধর্মগুরুদের নেতৃত্বে কৃষকদের মিছিল, তোপ কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: কৃষকদের ঋণশোধ করার সময়সীমা শেষ হচ্ছে ৩০ ডিসেম্বর। তারপরই ব্যাঙ্ক আসবে এবং চাষিদের জমি বাজেয়াপ্ত করে নেবে। কারণ কৃষকরা ঋণশোধ করতে পারেননি। কাজ নেই, দিন কাটছে না খেতে পেয়ে। তাঁদের সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছে না কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের বাম সরকার।

আরও পড়ুন: সাম্প্রদায়িক ‘নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯’-এর বিরুদ্ধে লড়েই ঠেকাতে হবে এনআরসি

এই পরিস্থিতিতে সোমবার কেরলের কান্নুর জেলায় এক বিশাল কৃষক সমাবেশের আয়োজন করেছিল ‘উত্তর মালাবার কৃষক আন্দোলন’। হাজির ছিলেন কান্নুর ও কাসারাগোড় জেলার কৃষকরা। নেতৃত্বে ছিলেন থালাসেরির আর্চ বিশপ মার জর্জ নিজারালাকাত। তিনি বলেন, কৃষকরা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারছেন না বলেই এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

কান্নুরের বিশপ ড. আলেক্স ভারাকুমাথালা বলেন, শুধু চাষের সমস্যাই নয়, বেঁচে থাকার জন্য অন্য সংগ্রামও করতে হচ্ছে চাষিদের। বন্য জন্তুর আক্রমণে অনেকের প্রাণ গেছে। কিন্তু ক্ষতিপূরণ জোটেনি।

থালাসেরির অক্সিলিয়ারি বিশপ জোসেফ পামপ্লানি বলেন, কৃষকরা অসহায় হয়ে পথে নেমেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার গত চার বছরে কর্পোরেটদের ৫.১৬ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করে দিলেও কৃষকদের ঋণ মকুব করছে না।

মনরেগার অধীনে কৃষক, জেলে ও দুগ্ধশিল্পের সঙ্গে জড়িতদের ১০০ দিনের উপার্জন নিশ্চিত করারও দাবি তোলেন পামপ্লানি।

ছবি সৌজন্য: দ্য হিন্দু

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *