Home খবর ধৃত দুই পার্টিকর্মী আসলে মাওবাদী, বললেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন

ধৃত দুই পার্টিকর্মী আসলে মাওবাদী, বললেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন

ধৃত দুই পার্টিকর্মী আসলে মাওবাদী, বললেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন
0

পি্পলস ম্যাগাজিন ডেস্ক: তীব্র বিতর্কের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। জানিয়ে দিলেন গ্রেফতার হওয়া দুই সিপিএম কর্মী আসলে মাওবাদী।

গত মাসে কেরলের কোঝিকোড় থেকে গ্রেফতার হন আবু সুয়েইব ও থাহা ফাজিল নামে আইন ও সাংবাদিকতার দুই পড়ুয়া। এরা দুজনেই সিপিআইএমের কর্মী। কিন্তু দুজনকেই পুলিশ মাওবাদী সন্দেহে গ্রেফতার করে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে(ইউএপিএ) অভিযুক্ত করে।

তারপরই কেরল জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। বিরোধীরা অভিযোগ করে সিপিএম, দলে মাওবাদীদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে পার্টির মধ্যে সমালোচনা হয় ওই পড়ুয়াদের গ্রেফতার করা নিয়ে। গত ২৭ নভেম্বর দুজনের জামিনের আবেদন বাতিল করে দেয় আদালত।

শনিবার বিজয়ন স্পষ্ট জানিয়ে দিলেন, সুয়েইব এবং ফাজিল দুজনেই মাওবাদী। যা থেকে স্পষ্ট ওদের দুজনের মুক্তির ব্যাপারে কোনো উদ্যোগ নেবে না সিপিএম বা কেরল সরকার।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *