শ্রমজীবী মানুষকে দাস বানাতেই এনআরসি করতে চায় রাষ্ট্র: লেখক ও চিত্র পরিচালক পার্থপ্রতিম মৈত্র
কেন এনআরসি করতে এত উদ্যোগী কেন্দ্রের বিজেপি সরকার? বেশিরভাগই মনে করছেন, বেআইনি ভাবে এদেশে আসা মানুষদের চিহ্নিত করতেই এই উদ্যোগ। কেউ ভাবছেন মুসলমানদের বিপাকে ফেলতেই এই প্রকল্প ব্রাহ্মণ্যবাদী বিদজেপি-আরএসএস-এর। পিপলস ম্যাগাজিন মনে করে, সে সব গৌণ। সস্তা শ্রমিকের ভাণ্ডার তৈরিই এর উদ্দেশ্য। দেশি-বিদেশি বৃহৎ পুঁজিপতিদের সঙ্গে তেমনই বোঝাপড়া রয়েছে কেন্দ্রীয় সরকারের। সেই কথারই প্রতিধ্বনি করলেন লেখক ও চিত্র পরিচালক পার্থপ্রতিম মৈত্র। এনআরসি-বিরোধী সমাজকর্মীদের মধ্যে তিনি প্রথম সারিতে রয়েছেন।
Post Views:
621